Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশLPG Price: সক্কাল সক্কাল একটু মন ভাল করা খবর! দাম কমছে গ্যাস...

LPG Price: সক্কাল সক্কাল একটু মন ভাল করা খবর! দাম কমছে গ্যাস সিলিন্ডারের

আজ, শুক্রবার থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সস্তা হচ্ছে গ্যাস। দাম কমছে গ্যাস সিলিন্ডারের। আজ থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম।

তবে, এই ক্ষেত্রে সুবিধা পাবেন না সাধারণ মানুষ। কারণ,দাম কমছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। আজ, শুক্রবার থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে।

জানানো হয়েছে, তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। ১৯ কেজির এই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা করে কমানো হয়েছে। দেশ জুড়েই এর সুবিধা পাবেন বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকরা। এর ফলে দিল্লিতে, এই সিলিন্ডারে দাম কমে ১,৬৩১.৫০ টাকা হচ্ছে।

আরও পড়ুনঃ সুবর্ণ সুযোগ! ফ্রিডম সেলে ধামাকা; আজ রাত ১২টা বাজতেই শুরু 

তবে, ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। এপ্রিল মাসেই বাড়ানো হয় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। সেই  সময়ে দাম সিলিন্ডার পিছু ৫০ টাকা করে বৃদ্ধি করা হয়। এপ্রিল মাসের ৮ তারিখে ওই দাম বৃদ্ধির পরে, এখন ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা।

আরও পড়ুনঃ দুর্ব্যবহার, পেনশন ফাইলে সই না করা, স্বজনপোষণ; অপসারিত জয়ন্ত কর

এর আগে জুলাই মাসেই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। তখন  সিলিন্ডারের দাম ৫৮.৫০ টাকা কমানো হয়। ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম চলতি বছরের এপ্রিল মাস থেকেই কমছে। জুন মাসেই এই  সিলিন্ডারের দাম ২৪ থেকে ২৫.৫০ টাকা কমানো হয়। এপ্রিল মাসে এই সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন