Thursday, 1 May, 2025
1 May, 2025
HomeখেলাSiliguri Boxing Championship: আজ থেকে শিলিগুড়িতে শুরু স্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপ

Siliguri Boxing Championship: আজ থেকে শিলিগুড়িতে শুরু স্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপ

শিলিগুড়িতে এতদিন পর্যন্ত এই ধরনের কোন বড় বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

শিলিগুড়ির জাতীয় যুবক সংঘের মাঠে আজ থেকে শুরু হলো স্টেট বক্সিং চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা চলবে আগামী ২৪ তারিখ পর্যন্ত। শিলিগুড়িতে এতদিন পর্যন্ত এই ধরনের কোন বড় বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।এই প্রথম শিলিগুড়িতে এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মোট ১৭ টি রাজ্য থেকে আশা প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। মুখ্য প্রতিযোগীরা এসেছেন বিহার, মিজোরাম, মনিপুর, ঝাড়খন্ড, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড থেকে। প্রথমে রাউন্ড রবিন পদ্ধতিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এরপর কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।শিলিগুড়ির বুকে এই ধরনের প্রতিযোগিতা প্রতিযোগিতার গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন এই প্রতিযোগিতার অন্যতম আয়োজক সঞ্জয় মুখোপাধ্যায়, এবং বরুণ চ্যাটার্জী রা।তারা জানিয়েছেন ক্রিকেট এবং ফুটবলের লীগে এছাড়াও টেবিল টেনিস যখন শিলিগুড়ি  মুখ্য ইরা প্রতিযোগিতা এবং ব্যাডমিন্টন সেখানে রাজ্য বক্সিং প্রতিযোগিতা  শিলিগুড়িতে হচ্ছে ভাবাই যায় না।আশা করি ভবিষ্যতে আমরা শিলিগুড়ির বুকে  আরো বড় প্রতিযোগিতা  অনুষ্ঠিত করতে পারব। তবে মানুষের জনপ্রিয়তা যদি থাকে তবে।আমাদের কাজ মানুষের পাশে থেকে প্রতিযোগিতা করা। যেটা আমরা করে দেখাবো।

এই মুহূর্তে

আরও পড়ুন