Tuesday, 20 May, 2025
20 May, 2025
Homeআন্তর্জাতিক নিউজBalochistan: “স্বাধীন” হতে চলছে বালুচিস্তান ভারতের হাত ধরেই; চরম সঙ্কট পাকিস্তানে!

Balochistan: “স্বাধীন” হতে চলছে বালুচিস্তান ভারতের হাত ধরেই; চরম সঙ্কট পাকিস্তানে!

পাকিস্তানের বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মির (BLA) হামলার পর পাকিস্তান তার ব্যর্থতার জন্য ভারত ও আফগানিস্তানকে দায়ী করছে। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনী এবং বিদেশ বিভাগ ভিত্তিহীনভাবে ভারতকে বেলুচিস্তানে বিদ্রোহীদের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করার অভিযোগ করেছে। এমনকি, পাকিস্তান এটাও জানিয়েছে যে, বালুচিস্তানে ট্রেন ছিনতাইয়ের নেপথ্যে ভারতের হাত ছিল।

আরও পড়ুন: ট্রাফিক নির্দেশ উপেক্ষা করেই হেলমেট এবং সিট বেল্ট ছাড়াই মিলছে পাম্পে পেট্রল

এদিকে, পাকিস্তানের এহেন প্রতিক্রিয়া দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ভারত। শুধু তাই নয়, ভারত বলেছে যে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায় তা বিশ্ব জানে এবং পাকিস্তানকে তার এই সমস্যার জন্য নিজেদের দেশের মধ্যেই নজর দিতে বলেছে দিল্লি।

বালুচিস্তানে ক্রমবর্ধমান হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে) বিতর্ক তীব্র হয়েছে। এদিকে, ভারত সত্যিই বেলুচিস্তানকে মুক্ত করার পরিকল্পনা করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। এই বিষয়ে নিজের মতামত দিয়েছেন পাকিস্তানি সাংবাদিক রউফ কালাসারা। তিনি বলেছেন, বালুচিস্তানকে মুক্ত করা কারোর স্বার্থে নয়। স্বাধীন বেলুচিস্তান সৃষ্টি আফগানিস্তান বা ভারতের জন্য উপযুক্ত নয় বলেও জানেন তিনি।

আরও পড়ুন: মঙ্গলবার হর্ষণা যোগে স্বাতী নক্ষত্র, উন্নতির গ্রাফ আকাশ ছোঁবে কাদের?

রউফ কালাসারা আরও বলেন, বেলুচিস্তান ভারতের জন্য পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) মতো নয়। বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন ছিল। কারণ এটি ভারতের সীমান্তে ছিল। যেখানে পাকিস্তান থেকে তার অনেক দূরত্ব ছিল। কিন্তু, বালুচিস্তানের পরিস্থিতি উল্টো। ভারতের জন্য বালুচিস্তানে পৌঁছনো কঠিন। বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে বাইরে থেকে সাহায্য না পেলে আলাদা দেশ হওয়া সম্ভব নয়।

পাকিস্তানি বিশেষজ্ঞ আরও বলেন, শুধু ভারত নয়, আফগানিস্তান ও ইরানও তাদের সীমান্তে নতুন দেশ চাইবে না। ইরানে বেলুচ জনসংখ্যা রয়েছে এবং সেখানেও বিচ্ছিন্নতাবাদের হাওয়া বইতে পারে। অতএব, বালুচিস্তানে একটি সহিংস ও রক্তক্ষয়ী সংঘর্ষ চলতে পারে। তবে আলাদা দেশ হওয়া তার পক্ষে সহজ নয় বলেই মনে করেছেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন