Tuesday, 4 November, 2025
4 November
Homeউত্তরবঙ্গDurga Puja 2025: নিম্নচাপের দরুণ লাগাতার বৃষ্টি বাংলায়, জেরবার অবস্থা প্রতিমা শিল্পীদের

Durga Puja 2025: নিম্নচাপের দরুণ লাগাতার বৃষ্টি বাংলায়, জেরবার অবস্থা প্রতিমা শিল্পীদের

লাগাতাল অঝোরে বৃষ্টির জন্য রোদের মুখ ক’দিন ধরে দেখা যাচ্ছে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ 

নিম্নচাপের দরুণ লাগাতার বৃষ্টি হচ্ছে বাংলায়। তার জেরে জেরবার অবস্থা প্রতিমা শিল্পীদের। মাথার উপর কাজের প্রচুর চাপ অথচ বৃষ্টিতে পণ্ড সেই কাজকর্ম। সেই সঙ্গে বেড়েছে প্রতিমা তৈরির সমস্ত কাঁচামালের দাম। যে কারণে আকাশ ছোঁয়া দামে প্রতিমা কিনতে পকেটে টান পড়তে পারে ছোট ছোট পুজো কমিটি গুলোর।

আরও পড়ুনঃ লাগাতার বৃষ্টি, বৃষ্টির মধ্যেই চুপিচুপি চলছিল কাজ, পুলিশ দেখেই ট্রাক্টর ফেলে চম্পট

দুর্যোগের ঘনঘটায় এখন লাগাতার বেগ পেতে হচ্ছে উত্তরবঙ্গ তথা শিলিগুরির প্রতিমা শিল্পীদের। লাগাতাল অঝোরে বৃষ্টির জন্য রোদের মুখ ক’দিন ধরে দেখা যাচ্ছে না। যে কারণে প্রতিমা বাইরে শুকানোর সমস্যা। তাই সময় মতো প্রতিমা অর্ডার দেওয়ার চাপ থাকায় গ্যাস পুড়িয়ে প্রতিমা তাড়াতাড়ি শুকানোর কাজ করতে হচ্ছে। অন্যদিকে প্রতিমা তৈরির কাঁচামালের দামও আগুন ছোঁয়া। বৃষ্টির জন্য আচমকাই বেড়েছে খড়, বাঁশ ও কাঠর দাম। যার জেরে চরম বিপাকে পড়েছেন শিলিগুড়ির প্রতিমা শিল্পীরা।

আরও পড়ুনঃ টাটকা ফলেই ম্যাজিক! পুজোয় জেল্লাদার ত্বক পেতে বাড়িতেই ফ্রুট ফেসিয়াল

প্রতিমা শিল্পী দীপঙ্কর নস্কর বলেন, “এই যা বৃষ্টি হচ্ছে। তাতে কীভাবে কী করি বলুন তো? গ্যাসের তাপেই শুকোতে হবে ঠাকুর। সেই কারণেই গ্যাস পুড়িয়ে ঠাকুর শুকোচ্ছি। দুর্গা তো দেরী আছে। এখন গণেশ বানাচ্ছি। সামনের সপ্তাহে নিয়ে যাবে। কীভাবে প্রতিমা শুকোবে জানি না আমি। দুর্গা ঠাকুরও বানাচ্ছি। কিন্তু সেটা এখনও সময় আছে। তার আগে তো গণেশ পুজো। সেই কারণে বুঝতে পারছি না কী হবে। তাই গ্যাস জ্বেলেই শুকতে হচ্ছে।”

এই মুহূর্তে

আরও পড়ুন