Saturday, 2 August, 2025
2 August, 25
Homeদক্ষিণবঙ্গNabanna: দীঘায় স্নান যাত্রা উৎসবের পরেই বৃহস্পতিবার রথযাত্রা প্রস্তুতি বৈঠক ডাকলো নবান্ন

Nabanna: দীঘায় স্নান যাত্রা উৎসবের পরেই বৃহস্পতিবার রথযাত্রা প্রস্তুতি বৈঠক ডাকলো নবান্ন

রথযাত্রাকে কেন্দ্র করে কী কী প্রস্তুতি নেওয়া হবে? রাজ্য পুলিশের শীর্ষ কর্তা, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বৈঠক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অক্ষয় তৃতীয়ায় দিন দিঘায় দ্বারোদ্ঘাটন হয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরের৷ এবছর সেখানেও পালিত হবে রথ যাত্রার উৎসব৷  বৃহস্পতিবার ১২ জুন এই প্রস্তুতি বৈঠক ডাকা হয়েছে। পূর্ব মেদিনীপুরের দিঘায় রথযাত্রাকে কেন্দ্র করে এবছর হাজার হাজার ভক্তের সমাগম হবে বলে মনে করছে প্রশাসন৷

রথযাত্রাকে কেন্দ্র করে কী কী প্রস্তুতি নেওয়া হবে? রাজ্য পুলিশের শীর্ষ কর্তা, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বৈঠক। বৈঠকে থাকবেন ইসকনের প্রতিনিধিরাও। বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে নবান্ন সভাঘরে এই বৈঠক ডাকা হল বলেই নবান্ন সূত্রে খবর।

আরও পড়ুন: খাবারের বিল না মিটিয়ে চম্পট সরকারি কর্মী

স্নানযাত্রার পুণ্য তিথিতে ঐতিহ্য মেনে পালিত হয়েছে প্রভু জগন্নাথের স্নানযাত্রা৷ স্নানযাত্রার আগে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার সারা শরীরে লাগানো হয় তুলসী। প্রথমে বের করা হয় সুদর্শন চক্র এবং পরে বলরাম, সুভদ্রা মহারানী এবং সর্বশেষে প্রভু জগন্নাথকে। মন্দিরের বামদিকে  তৈরি করা হয়েছিল স্নান মণ্ডপ।

সেখানে বিভিন্ন ধরনের ফুল ও গাছ-গাছালি দিয়ে অপরূপভাবে সাজিয়ে তোলা হয়েছিল। দূর থেকেও দর্শনার্থীরা জগন্নাথের স্নানযাত্রা দর্শন করেন। স্নান মন্ডপে এগারোটা নাগাদ শুরু হয় স্নানযাত্রা।

১০৮টি তীর্থক্ষেত্রের জলের সঙ্গে মেশানো হবে কাঁচা দুধ, আতর ও চন্দন। তিনটি বিগ্রহেকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করে চলে স্নানের পর্ব। সঙ্গে চলবে বৈদিক মন্ত্র উচ্চারণ এবং কীর্তন ও শঙ্খধ্বনি। স্নানের পর ১০৮ টি তুলসী পাতা জগন্নাথের চরণে দেওয়া হয়।

এরপর তাদের পুনরায় পাহাণ্ডি বিজয়ের মাধ্যমে মন্দিরে নিয়ে গিয়ে জগন্নাথ দেব ও বলরামকে গজবেশ ও সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করা হয়। অর্পণ করা হয় গোলাপ ফুল সহ পাঁচ রকমের ফল। গজবেশ ও পদ্মবেশের পোশাক  ইসকনের এক ভক্ত তৈরি করে জগন্নাথ মন্দিরে এনেছিলেন।

আরও পড়ুন: আকাশে আজ রাতে স্ট্রবেরি মুন

এদিনই শেষ জগন্নাথ দর্শন করেন ভক্তরা। এরপর ১৫ দিন পর ফের জগন্নাথ সকলের সামনে আসবেন। ওই সময় চলবে অনসর পর্ব। আয়ুর্বেদিক পাঁচনে জগন্নাথ সুস্থ হয়ে আগামী ২৬ তারিখ দেখা দেবেন সকলকে।

ইসকনের সহ সভাপতি রাধা রমণ দাস জানান, সমস্ত আচার মেনেই দীঘার মন্দিরে জগন্নাথ দেবের স্নান যাত্রা করানো হয়। বিশেষ পুরোহিত ছিলেন। সকলে মিলে সেই কাজ সম্পন্ন হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন