Saturday, 2 August, 2025
2 August, 25
HomeকলকাতাKolkata East West Metro: ফের এক দুঃসংবাদ! রবিবার বন্ধ থাকছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড...

Kolkata East West Metro: ফের এক দুঃসংবাদ! রবিবার বন্ধ থাকছে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা

রবিবারের এই স্থগিত পরিষেবা যাত্রীদের বড়সড় অসুবিধায় ফেলতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা মেট্রোর নিত্যযাত্রীদের জন্য ফের এক দুঃসংবাদ। আগামী রবিবার, ৪ আগস্ট, বন্ধ থাকছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা। গ্রিন লাইন ২-তে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগের জন্য, জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ওইদিন পূর্বমুখী ও পশ্চিমমুখী উভয় সুড়ঙ্গে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান অংশে এখনও পর্যন্ত মেট্রো চলেছে নির্ধারিত সময়সূচি মেনেই। তবে রবিবারের এই স্থগিত পরিষেবা যাত্রীদের বড়সড় অসুবিধায় ফেলতে চলেছে বলেই অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর ছবি, অবরুদ্ধ শহর! লম্বা জ্যামে দাঁড়িয়ে একের পর এক গাড়ি

কলকাতা মেট্রোর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ATO টেস্টিং সংক্রান্ত কারিগরি প্রয়োগের জন্যই এই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হচ্ছে। পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ভবিষ্যতের স্বয়ংক্রিয় ট্রেনচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত বছরের ডিসেম্বর মাসে এই রুটের পশ্চিমমুখী সুড়ঙ্গে ট্রেন চলাচল কিছুদিন বন্ধ ছিল। তখন হাওড়া ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যে দৈনিক পরিষেবা ছিল ১১৪টি। জানুয়ারি মাসে তা বাড়িয়ে ১৩০টি করা হয়। কিন্তু আবার পরিষেবা স্থগিত থাকায় স্বাভাবিকভাবেই যাত্রীদের দুর্ভোগ বাড়বে।

রবিবার ছুটির দিন হওয়ায় হাওড়া ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ কলকাতামুখী হন। তাঁরা অনেকেই মেট্রোর উপর নির্ভর করেন। তাই এই একদিনের পরিষেবা বন্ধ মানেই সাধারণ মানুষের বিকল্প গণপরিবহণের উপর বাড়তি চাপ পড়বে।

আরও পড়ুনঃ পাহাড় রাজনীতিতে প্রতিষ্ঠিত মুখ; বিমল, রোশনের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর

এদিকে ব্লু লাইনেও সমস্যা অব্যাহত। গত সোমবার কবি সুভাষ স্টেশনের ২১টি স্তম্ভের মধ্যে ৪টিতে ফাটল ধরা পড়ে। এর জেরে স্টেশনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এখন মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, পুরো স্টেশন ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। ইতিমধ্যেই ই-টেন্ডার ডাকা হয়েছে সেই কাজের জন্য।

মূলত নিউ গড়িয়া এবং সংলগ্ন এলাকার যাত্রীরা এই স্টেশন ব্যবহার করতেন। ফলে ব্লু লাইনের দক্ষিণ প্রান্তে এই পরিস্থিতি আরও যাত্রী দুর্ভোগ বাড়াচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন