Tuesday, 4 November, 2025
4 November
HomeদেশMumbai: চিৎকার চেঁচামেচি, ঝুলছে ট্রেন! ফের মুম্বইতে থমকে গেল মনোরেল

Mumbai: চিৎকার চেঁচামেচি, ঝুলছে ট্রেন! ফের মুম্বইতে থমকে গেল মনোরেল

সকালে মুম্বইয়ের ওয়াডালার কাছে আচমকা থেমে যায় ট্রেনটি। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ফের মাঝ পথে দাঁড়িয়ে পড়ল মনোরেল। সোমবার সকালে মুম্বইয়ের ওয়াডালার কাছে আচমকা থেমে যায় ট্রেনটি। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দমকল এসে সকলকে ট্রেন থেকে উদ্ধার করে।

স্থানীয় পুরপ্রতিনিধি জানান, খবর পেয়ে দ্রুত পৌঁছয় দমকল। যাত্রীদের ওই ট্রেন থেকে বার করে চেম্বুরের দিক থেকে আসা একটি ট্রেনে তুলে দেওয়া হয়। ওই সময় ট্রেনটিতে ১৭জন যাত্রী ছিলেন। সকলেই নিরাপদে রয়েছেন।

আরও পড়ুনঃ ঢেলে সাজছে ত্রিপুরা পর্যটন; ২২ সেপ্টেম্বর নতুন রূপে ত্রিপুরাসুন্দরী মন্দির উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!

ঠিক কী কারণে ঘটল এমন? বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটির জেরে এই ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ সমর্থন বাড়ছে আওয়ামী লিগের; বলছে গোয়েন্দা রিপোর্ট

গত ১৯ অগস্ট একই ভাবে মাঝপথে বিকল হয়ে পড়েছিল মনোরেল। ওই ট্রেনে প্রায় ৫৮২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ২৩ জন। দু’জনকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয়। বার বার একই ঘটনার পুনরাবৃত্তিতে মনোরেল নিয়ে খানিকটা আতঙ্ক তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে।

এই ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সমস্যা এড়াতে আগামিদিনে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন