Wednesday, 6 August, 2025
6 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: বহিরাগতদের এনে পালটা মারের অভিযোগ, কলেজ ছাত্রীদের কটূক্তি দুই মহিলার

Siliguri: বহিরাগতদের এনে পালটা মারের অভিযোগ, কলেজ ছাত্রীদের কটূক্তি দুই মহিলার

আলোচনা চলাকালীন মেয়র পারিষদ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলারের সামনেই দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ভাড়াটিয়া পাঁচ কলেজ ছাত্রীকে দুই মহিলা কুকথা বলায় তুলকালাম কাণ্ড বাধল শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের রাসবিহারী সরণিতে। ওই কলেজ ছাত্রীরা যে ফ্ল্যাটে ভাড়া থাকেন, তার ওপরতলাতেই মায়ের সঙ্গে থাকেন দুই মহিলা। ওই পাঁচ পড়ুয়ার মধ্যে দুজন ডুয়ার্স ও তিনজন পাহাড়ের বাসিন্দা। সোমবার দুপুরে এই ঘটনার পরই ওই ছাত্রীরা শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হতেই মঙ্গলবার ওই ছাত্রীদের পাশে দাঁড়াতে ডুয়ার্স সহ পাহাড় থেকে একদল তরুণ-তরুণী বাড়ির সামনে জড়ো হন। ওই দুই মহিলাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানাতে থাকেন তাঁরা।

এরমধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার মিলি শীল সিনহা ও মেয়র পারিষদ শোভা সুব্বা বিষয়টির মীমাংসা করাতে ওই বিক্ষোভকারীদের নিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। আলোচনা চলাকালীন মেয়র পারিষদ ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলারের সামনেই দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক তরুণীর ঘুসিতে নাকে চোট লাগে অভিযুক্ত দুই মহিলার মধ্যে একজনের। পরে পুলিশ এসে ওই দুই মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ধৃত ওই দুই মহিলার নাম রুবি দত্ত ও লীনা দত্ত। তাঁদের বিরুদ্ধে এসসি-এসটি অ্যাক্টে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ দিল্লি গেলেন তিলোত্তমার বাবা-মা নবান্ন অভিযানের ৩ দিন আগে

ঘটনার পরই পাহাড়-সমতলের রাজনৈতিক মহলে এনিয়ে শোরগোল শুরু হয়েছে। শিলিগুড়িতে নতুন করে ‘গোখাল্যান্ড’ ইস্যুকে তুলে ধরার চেষ্টা করছেন কিছু লোক। তাতে ধুয়ো দিয়েছেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের নেতারা। এই দলের আহ্বায়ক জিটিএ-র সদস্য অজয় এডওয়ার্ড। ফ্রন্টের যুব নেতা রাবগে রাই বলেন, ‘কলেজপাড়ার ঘটনা আমাদের মনে আঘাত করেছে। আইডেন্টিটির সমস্যায় আমরা ভুগছি। আইডেন্টিটির এই সমস্যার কারণেই গোর্খাল্যান্ডের দাবি উঠে আসছে।’ বর্তমানে বাংলা-বাংলাদেশির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বর্তমানে বাঙালিরা বাইরে গিয়ে বাংলাদেশি সন্দেহে হেনস্তার শিকার হচ্ছেন। আমরাও কিন্তু কলেজপাড়ার ঘটনার মাধ্যমে একই ঘটনার সম্মুখীন হলাম। এসব ঘটনায় যাঁরা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। আমরা পাহাড়-সমতলে শান্তি-ঐক্যের পক্ষে।’

কলেজ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ঘটনার নিন্দা করেছেন জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনীত থাপা। শিলিগুড়ি পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়ে ঘটনায় প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলে বিজেপির মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট প্রতিমা যোশিকেও দেখা যায়। পুলিশের কাছে তাঁকে বলতে শোনা যায়, ‘জাতির প্রসঙ্গ ওঠায় প্রতিবাদ করতে এসেছি।’

এদিকে, ঘটনার পরপর পুলিশে অভিযোগ দায়ের করার পরেও কেন ওই মহিলাদের ওপর চড়াও হয়ে তঁােদর একজনকে রক্তাক্ত করা হল, যাঁরা আইন নিজের হাতে তুলে নিলেন তঁাদের বিরুদ্ধে আইনি কোনও পদক্ষেপ করা হবে না কেন? তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুরো বিষয়টাই এড়িয়েই গিয়েছেন ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্টের নেতারা। রাবগে রাইয়ের দাবি, ‘সোশ্যাল মিডিয়াতেই আমরা যাবতীয় ঘটনা দেখেছি। সেখানে কোনও মহিলার নাকে রক্ত দেখিনি। তাই এব্যাপারে কিছু বলতে পারব না।’

শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং বলছেন, ‘ওই দুই মহিলার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তঁাদের েগ্রপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।’

আরও পড়ুনঃ ডাস্টবিন থেকে উদ্ধার শিশুকন্যা; টোটো চালকের তৎপরতায় প্রাণরক্ষা

অভিযোগকারী কলেজ ছাত্রীদের মধ্যে এলিনা রাই বলেন, ‘আমি ও আমার বোন কয়েকদিন হল এখানে ভাড়ায় থাকতে শুরু করেছি। মাসখানেক আগে থেকে আরও তিনজন এসেছে। সোমবার দুপুরে হঠাৎ করেই ওপর থেকে ওই দুই মহিলা এসে জানলায় হাতুড়ি দিয়ে মারতে থাকে। এরপর আমাদের আপত্তিকর বেশ কিছু কথা বলে।’

ঝামেলার খবর শুনে কলেজ ছাত্রীদের ভাড়ায় দেওয়া ঘরের মালিক আইনজীবী পঙ্কজ ঠাকুরও আসেন। তঁার সঙ্গেও ওই মহিলাদের তীব্র বচসা হয় বলে অভিযোগ। এরপর কলেজ ছাত্রীরা শিলিগুড়ি থানায় গিয়ে ওই দুই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এদিকে, ডুয়ার্স, পাহাড় থেকে তরুণ, তরুণীরা ওই বাড়ির সামনে ভিড় করায় নতুন করে উত্তেজনা ছড়ায়। ডুয়ার্স থেকে আসা সুরজ দার্নাল বলেন, ‘কাউন্সিলার ও মেয়র পারিষদ এসে আমাদের সমঝোতার জন্য ওই মহিলাদের ঘরে নিয়ে যায়। সেখানেই বচসা শুরু হয়।’ যদিও পুলিশ আসার আগেই কাউন্সিলার ও মেয়র পারিষদ কেন বহিরাগতদের ওই ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলেন, তা নিেয় প্রশ্ন উঠছে। িমলির অবশ্য দাবি, ‘আমি ও শোভাই প্রথমে ওই মহিলাদের সঙ্গে কথা বলতে ভেতরে ঢুকেছিলাম। তখন ধাক্কা মেরে বাকিরা ঢুকে পড়ে।’ এদিকে, ওই দুই মহিলার বিরুদ্ধে এর আগেও এলাকায় একাধিক ঝামেলা পাকানোর অভিযোগ উঠেছে।

মেয়র গৌতম দেব বলেন, ‘বিষয়টা নিয়ে অহেতুক নানা ধরনের কথাবার্তা হচ্ছে। যেটা না হওয়াই ভালো। ওয়ার্ড কাউন্সিলার মিলি সিনহা সোমবার রাতেও ওদের সঙ্গে কথা বলেছিলেন। আজ উত্তেজনা বাড়তে থাকার খবর পেয়ে শোভা সুব্বা ও মিলিকে পাঠিয়েছিলাম। এরকমটা না হলেই ভালো হত।’

এই মুহূর্তে

আরও পড়ুন