Tuesday, 22 July, 2025
22 July, 25
HomeকলকাতাWest Bengal Assembly Election 2026: বেশ চ্যালেঞ্জিং! পশ্চিমবঙ্গ বিধানসভা র্নির্বাচন ২০২৬ (পর্ব-১)

West Bengal Assembly Election 2026: বেশ চ্যালেঞ্জিং! পশ্চিমবঙ্গ বিধানসভা র্নির্বাচন ২০২৬ (পর্ব-১)

হিন্দু ভোট যদি আরো ২-৩ % বিজেপির ঝুলিতে বেশী পড়ে তাহলেই আগামী বিধানসভা নির্বাচন বেশ ইন্টারেস্টিং হতে চলেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চলতি বছরের শুরুতেই এ রাজ্যে বিধানসভা নির্বাচন। ২৬ এর ভোটে এ রাজ্যে টক্কর যে শুধুমাত্র দুটি দলের মধ্যেই তা আর বলার অপেক্ষা রাখেনা। রাজ্যের ক্ষমতায় তৃণমূল সরকার, এবং তাদের প্রধান প্রতিপক্ষ ভারতীয় জনতা পার্টি।

তৃনমূলের ক্ষেত্রে আগামী নির্বাচন বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে তার কিছু সম্ভাব্য কারণ নিম্নলিখিত কিছু পয়েণ্টে তুলে ধরা হলো।

১- দীর্ঘ ১৫ বছর একটানা একটি সরকার চললে তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ওঠে।

২- সংখ্যালঘু এবং সংখ্যা গুরু ভোট বিভাজন (ধর্মীয় মেরুকরণ)

আরও পড়ুনঃ শুধুই কি অসুস্থতা! দুপুর ১২.৩০ থেকে ৪.৩০-র মধ্যে ঘটেছে একটা কিছু

অপরদিকে বিজেপির ক্ষেত্রে এক এবং একমাত্র অস্ত্র ধর্মীয় মেরুকরণের রাজনীতি, তাছাড়া অল্প একটু ডেভেলপমেন্ট পলিটিক্স এর কথা আর তৃণমূলের দূর্নীতির মাঝে মধ্যে একটু প্রতিবাদ করা৷

এবার একটু অংকের হিসেবে আসা যাক।

১- 2024 এর লোকসভা ভোটের নিরিখে বিজেপি প্রায় ৯০ টি আসনে এগিয়ে আছে।

২- ২০২১ এর বিধানসভা নির্বাচনে এমন প্রায় ৪০ টি সীট আছে যেখানে বিজেপির হারের ব্যবধান ১০ হাজারের কম।

৩- উত্তর বাংলার ৫৪ টি সীটের মধ্যে প্রায় সিংহভাগ ভোট বিজেপির ঝুলিতে পড়তে পারে।

আরও পড়ুনঃ এই নিয়ে মোট ৫; আরও এক মৃত্যু IIT খড়্গপুরে! শোকস্তব্ধ পরিবার

হিন্দু ভোট যদি আরো ২-৩ % বিজেপির ঝুলিতে বেশী পড়ে তাহলেই আগামী বিধানসভা নির্বাচন বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তবে এটা ভুলে গেলে চলবে না তৃণমুল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে ভালো রাজনীতি এ রাজ্যে আর কেই বা বোঝে!! তাই বাকিটা সময় বলবে!

এই মুহূর্তে

আরও পড়ুন