spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeউত্তরবঙ্গNorth Bengal: দক্ষিণে বাঘ, উত্তরে বুনো হাতি! গেট ভেঙে ঢুকে পড়ল ডুয়ার্সের...

North Bengal: দক্ষিণে বাঘ, উত্তরে বুনো হাতি! গেট ভেঙে ঢুকে পড়ল ডুয়ার্সের রিসর্টে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত:

জিনাতের সঙ্গীকে ঘিরে দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে ত্রাহি ত্রাহি ত্রাহি রব। সকাল-সন্ধে তো দূরের কথা দিনের বেলাতেও বাঁকুড়ার বারিকুল, ঝাড়গ্রামের বেলপাহাড়ি আর পুরুলিয়ার লাকাই পাহাড় সংলগ্ন এলাকার বাসিন্দারা জঙ্গলে যাওয়ার সাহস দেখাতে পারছেন না।

আরও পড়ুন: BJP MLA Shankar Ghosh: পদ্মশ্রী পাচ্ছেন নগেন্দ্রনাথ রায়, বাড়িতে গিয়ে সংবর্ধনা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-এর

এবার হাড় হিম করা সেই আতঙ্কের আবহ ফিরল উত্তরবঙ্গের ডুয়ার্সেও। ঘন জঙ্গলে ঘেরা ডুর্য়াসে রয়েছে অসংখ্য হাতি। মাঝেমধ্যেই খাবারের খোঁজে লোকালয়ে ঢুকেও পড়ে দলমার দামালকূল। তবে বুধবার ভোরে যেভাবে একটি রিসর্টের গেট ভেঙে বুনো হাতি হানা দিয়েছে তাতে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

আরও পড়ুন: One Nation One Time: “ওয়ান নেশন, ওয়ান টাইম” ভারতে চালু

ডুয়ার্সের মূর্তি এলাকায় রয়েছে একটি বিলাসবহুল রিসর্ট। বুধবার ভোরে সেখানেই হানা দেয় একটি বুনো হাতি। জানা যাচ্ছে, মালদহ শহরের এক বাসিন্দা তার পরিবার পরিজন নিয়ে নিজের ২৫তম ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে ডুয়ার্সের মূর্তি এলাকার ওই বিলাসবহুল রিসর্টে ছিলেন।

এই মুহূর্তে

আরও পড়ুন