Thursday, 6 November, 2025
6 November
Homeউত্তরবঙ্গSiliguri: আজকে শিলিগুড়ির মালাগুড়িতে হনুমান জয়ন্তী উপলক্ষে কলস যাত্রা

Siliguri: আজকে শিলিগুড়ির মালাগুড়িতে হনুমান জয়ন্তী উপলক্ষে কলস যাত্রা

আজকে শিলিগুড়ির মাল্লাগুড়িতে  হনুমান জয়ন্তী উপলক্ষে কলস যাত্রার সূচনা হলো।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আজকে শিলিগুড়ির মাল্লাগুড়িতে  হনুমান জয়ন্তী উপলক্ষে কলস যাত্রার সূচনা হলো। উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার  বিশিষ্ট কাউন্সিলরেরা। উপস্থিত ছিলেন শিলিগুড়ির  ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর  এবং এমএমআইসি  শ্রাবণী দত্ত।

আরও পড়ুন: “চাকরি চোরদের ল্যাম্পোস্টে বেঁধে প্রকাশ্যে শাস্তি দেওয়া উচিত”; বিস্ফোরক মন্তব্য করলেন PSU আলিপুরদুয়ার জেলা সম্পাদক রাজিব হুসেন

তিনি জানালেন সামনেই আসছে হনুমান জয়ন্তী, আমাদের অন্যতম দেবতা তার এই পবিত্র কলস যাত্রা আমাদের সবার জীবনে শান্তি এনে দেবে। বীর হনুমানের চালিশা  যারা পড়বেন তারা সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত হবেন। হনুমান জয়ন্তী এমন একটা জিনিস মনে করলেই ফল পাওয়া যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে হনুমান চালিশা বিশ্বাস করি প্রচন্ডভাবে। সামনের হনুমান জয়ন্তী আমাদের সবার জীবনে সুখ এবং শান্তি এনে দেবে এই আশা রাখি। এই দিনটি আমাদের সবার কাছে অন্যতম পবিত্র দিন।

আরও পড়ুন: ‘সৌগত রায় নারদার চোর’, মন্তব্য কল্যাণের

হনুমান জয়ন্তীর দিনটিকে আমরা অতি শ্রদ্ধার সাথে পালন করব। জানালেন শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত। তিনি আরো জানালেন মনে মনে আমরা যদি হনুমানকে স্মরণ করি  তবেই তার ফল পাওয়া যায়। এদিন এই  কলস যাত্রা দেখতে উপস্থিত ছিলেন প্রচুর ভক্ত। দারুন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে  এই হনুমান চালিশার  আয়োজন করা হয়েছিল। বিভিন্নভাবে এই দিনটি পালন করা ছাড়া  এদিন দুস্থদের খাবারেরও ব্যবস্থা করা হয়। বীর হনুমানের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। কাজেই আজ মঙ্গলবার দিনটিকে  আমরা বিভিন্নভাবে  বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করলাম। জানালেন শ্রাবণী দত্ত

এই মুহূর্তে

আরও পড়ুন