Wednesday, 15 October, 2025
15 October
Homeরাজ্যMaha Sivaratri 2025: সারা দেশের সাথে উত্তরবঙ্গেও মহা সমারহে পলিত হচ্ছে শিবের...

Maha Sivaratri 2025: সারা দেশের সাথে উত্তরবঙ্গেও মহা সমারহে পলিত হচ্ছে শিবের আরাধনা

শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আজ মহা শিবরাত্রি, সারা বাংলার মধ্যে আজ শিলিগুড়িতেও পালন করা হচ্ছে শিবরাত্রি। শহর শিলিগুড়ি সব মন্দিরে মন্দিরে শিবরাত্রি উপলক্ষে  আজ সকাল থেকেই চলছে  বিভিন্ন রকমের আয়োজন। মহাদেবের আরাধনায় ব্যস্ত হয়ে গেছেন আবালবৃদ্ধবনিতা। মন্দিরগুলি গত দুদিন ধরে  সেজে উঠেছে অনেকটা। শিবের আরাধনাতে কেউ ত্রুটি রাখবেন না। শিব ঠাকুর সহজে সবকিছু মেনে নেন। তাকে একবার সন্তুষ্ট করতে পারলে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে। শিব ঠাকুরের আরাধনা করলে বাধা বিপত্তি তো আসেই না ভালো দিন আসে।  শিবের আরাধনা করলে জগতে  আর কিছু সমস্যা থাকে না। শিলিগুড়ির বড় বড় মন্দির গুলিতে এদিন সকাল থেকেই শুরু হয়ে গেছে বিভিন্ন আয়োজন।

আরও পড়ুন: Tarakeswar: তারকেশ্বরে সকাল থেকেই ভক্তের সমাগম

শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার,  আজ সকালে তিনি শিলিগুড়ির হায়দার পাড়াতে শিবের মাথায় জল ঢাললেন। রঞ্জন সরকার জানালেন  আমাদের সবার কাছে এই দিনটি  যথেষ্ট পুন্যের। শিবের মাথায় জল ঢেলে  তার কাছে কিছু প্রার্থনা করলে মনের আশায় পূরণ হয়। কারন শিব ঠাকুর এমনিতে দয়ালু অল্পেতেই সন্তুষ্ট। তার কাছে আশীর্বাদ নিয়ে আমি শুরু করলাম কাজ আশা করছি পূরণ হবে মহাদেবের আশীর্বাদে। মহাদেবের আশীর্বাদ এবং ইচ্ছে ছাড়া  কিছুই হয় না । তাই তার কাছে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করলাম।

আরও পড়ুন: Jalpaiguri: কালীমন্দিরে চুরি, ক্ষোভ বাসিন্দাদের

শিলিগুড়ির মতো জলপাইগুড়িতেও, শিব রাত্রিতে বাড়ছে মানুষের ঢল। জলপাইগুড়ি শহরের প্রতিটি মন্দিরে মন্দিরে আজ সকাল থেকেই অল্প অল্প করে মানুষ আসতে শুরু করেন  শিবের মাথায় জল ঢালার জন্য। প্রত্যেকেই মহাদেবকে সন্তুষ্ট করতে চান।  ভক্তদের বিশ্বাস মহাদেব অল্পতেই বিশ্বাসী, সুন্দরভাবে নিয়ম করে  মহাদেবের মাথায় জল ঢালতে পারলেই , সকল ইচ্ছা পূরণ হবে তাদের, এই বিশ্বাস আছে ভক্তদের। আজ গোটা দিনই মানুষ পাচ্ছেন শিব ঠাকুরের মাথায় জল ঢালা সুযোগ। জলপাইগুড়ির যোগ মায়া কালিবাড়ি, এবং অন্যান্য কালীবাড়িতে আজ সকাল থেকেই মানুষের ভিড় উপচে পড়ছে। গতকাল থেকেই, ধুতরা ফুল, আকন্দ ফুল  এবং বেল  এর দাম অনেকটাই বেড়েছে।মানুষ ও কিনে চলেছেন। মানুষের ইচ্ছা, শিব ঠাকুরের মাথায় জল ঢালার পুন্য লাভ করার। জলপাইগুড়িতে এমনিতেই অনেক মন্দির আছে, যেখানে সকাল থেকেই মানুষের ভিড় দেখবার মতন। সবকিছু সাজিয়ে, মহিলারাও চলে আসছেন  শিবের মাথায় জল ঢালতে।

এই মুহূর্তে

আরও পড়ুন