Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশKhowai City: খোয়াইয়ে দিনেদুপুরে কাউন্সিলরের বাড়ীতে চুরি, কাঠগড়ায় পুলিশ; চাঞ্চল্য শহরজুড়ে

Khowai City: খোয়াইয়ে দিনেদুপুরে কাউন্সিলরের বাড়ীতে চুরি, কাঠগড়ায় পুলিশ; চাঞ্চল্য শহরজুড়ে

পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং, ত্রিপুরা:

খোয়াই শহরে প্রকাশ্য দিনের আলোয় চুরির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। স্থানীয়রা বলছেন, চুরি এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, এবং পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: পাকিস্তানিদের জন্য ‘সার্ক’ ভিসা বাতিল! রদ সিন্ধু জলচুক্তি, উচ্চপর্যায়ের বৈঠক শেষে ঘোষণা করল নরেন্দ্র মোদীর সরকার

সর্বশেষ চাঞ্চল্যকর ঘটনায়, খোয়াই পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলার প্রীতি মজুমদারের বাড়িতে দিন-দুপুরে আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে চুরি হয়। চোরের দল লালছড়াস্থিত কাউন্সিলারের বাড়িতে ঢুকে নগদ ৩৫ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।

স্থানীয়দের অভিযোগ, খোয়াই থানার পুলিশ মাদক ও জুয়ার মামলায় ব্যস্ত থাকায় সাধারণ অপরাধ উপেক্ষিত থেকে যাচ্ছে। এক বাসিন্দা বলেন, “যখন পুলিশ জানে চোরেরা দিনে দিনে চ্যালেঞ্জ দিয়ে চুরি করছে, তখন নিশ্চুপ থাকা মানে তাদের প্রশ্রয় দেওয়া।”

আরও পড়ুন: খুলনা-যশোহরে বসে সন্দেহজনক কথাবার্তা! গভীর রাতে রহস্যজনক রেডিয়ো সঙ্কেত

কাউন্সিলরের বাড়ীতে চুরির ঘটনায় খোয়াই শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, এবং মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।তাদের প্রশ্ন, “যখন দুপুরবেলা রাস্তার পাশেই চুরি হয়, তখন রাতের বেলায় আমাদের নিরাপত্তা কোথায়?”

এই মুহূর্তে

আরও পড়ুন