spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeদক্ষিণবঙ্গKartik Puja 2025: সাবেকিয়ানা থেকে থিম; জমজমাট হুগলীর বাঁশবেড়িয়ার কার্তিক পুজো

Kartik Puja 2025: সাবেকিয়ানা থেকে থিম; জমজমাট হুগলীর বাঁশবেড়িয়ার কার্তিক পুজো

বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় বিগত কয়েক দশকে জৌলুস বেড়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কার্তিক পুজোতেও লেগেছে থিমের ছোঁয়া। তবে হারিয়ে যায়নি সাবেকিয়ানা। এই দুইয়ের মিশেলেই জমজমাট হুগলির বাঁশবেড়িয়া এবং সাহাগঞ্জে কার্তিক পুজো।

কার্তিক লড়াইয়ের জন্য পরিচিতি আছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার। তবে কোনও ভাবেই পিছিয়ে নেই বাঁশবেড়িয়া এবং সাহাগঞ্জ এলাকা। এই অঞ্চলে যে কার্তিক পুজো হচ্ছে তার অনেকগুলিই আড়াইশো বছরের প্রাচীন। সবচেয়ে প্রাচীন পুজোর বয়স ৩৭৯ বছর। সেই সঙ্গে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও কয়েকটি কার্তিক পুজো আয়োজন করা হয়েছে। সেই কারণেই প্রাচীনত্বের সঙ্গে মিশেছে নতুনত্ব।

আরও পড়ুনঃ কৃষ্ণা ত্রয়োদশীতে আয়ুষ্মান যোগ-স্বাতী নক্ষত্র, পারিবারিক জীবনে সুখের জোয়ার এই চার রাশির

বাঁশবেড়িয়ার কার্তিক পুজোয় বিগত কয়েক দশকে জৌলুস বেড়েছে। বাবু কার্তিক, জামাই কার্তিক, জ্যাংরা কার্তিক, ষড়ানন নানা ধরনর কার্তিক পুজো যেমন হয় তেমনই হয় মহাদেব, কৃষ্ণ, সন্তোষী মা, গনেশ, ভারতমাতা, নটরাজ হরেক দেবতার পুজো। চারদিনের উৎসবে শেষ দিন হয় শোভাযাত্রা।

বর্তমানে শতাধিক পুজো হয় সাহাগঞ্জ এবং বাঁশবেড়িয়া অঞ্চলে। তবে কেন্দ্রীয় কমিটির নিয়ন্ত্রণে পুজো হয় ৮৫ টি। শোভাযাত্রায় অংশ নেয় ৪৫ টি পুজো।

এই অঞ্চলে সব থেকে পুরাতন সাহাগঞ্জের রাজা কার্তিক। চলতি বছর তা ৩৭৯ বর্ষে পদার্পণ করেছে। এখানে রাজ সিংহাসনে বসে রয়েছেন দেব সেনাপতি।

বাঁশবেড়িয়া জামাই গলি অ্যাসোসিয়েশনের কার্তিক পুজো ৪৩ বছরে পদার্পণ করেছে। এ বছরে তাদের থিম বিরহ-গাথা নকশি কাঁথা। হারিয়ে যাওয়া নকশি কাঁথার শিল্পকে মন্ডপে তুলে ধরা হয়েছে। এরই পাশাপাশি ফুটে উঠেছে রূপাই-সাঁজুর প্রেম কাহিনির গল্প। এখানে জামাই রূপে বিরাজ করছেন কার্তিক।

আরও পড়ুনঃ রোজগার কম, মানুষের হাতে টাকা কম, ফ্রি-তে রেশন; ভাড়া বাড়ছে অটোর! জারি নয়া নির্দেশিকা

৭২ বছরে পদার্পণ করেছে কুণ্ডু গুলির নটরাজ পুজো। এ বছরে তাদের থিম প্রবাহিনী। এই মণ্ডপে কার্তিকের বদলে পূজিত হন মহাদেব।

হংসেশ্বরী রোড জুনিয়র বালক সংঘের পুজোতেও রয়েছে বিশেষ চমক। এখানে কার্তিকের পরিবর্তে পুজিত হচ্ছেন নারায়ণ।

৫০ বছরে অনির্বাণের থিম ‘কথা বলা পথ চলা, উত্তরণ বিবর্তন’। এই মণ্ডপে গেলেই দেখা মিলবে বন্দেভারত এক্সপ্রেস-এর। যে ভাবে সমাজে যোগযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে তাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। এখানে ময়ূরপঙ্খী সিংহাসনের উপর বিরাজ করছেন দেব সেনাপতি।

বাঁশবেড়িয়া শিবতলা পরিচয় সংঘে তাদের ৫৩তম বছরে ২২ হাতের মহাদেব করেছে।

পুলিশ এবং পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই পুজোর সময়ে নিরাপত্তা এবং ভিড় সামাল দেওয়ার জন্যও একাধিক পদক্ষেপ করা হয়েছে। বিভিন্ন এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। চন্দননগর কমিশনারেটের চু়ঁচুড়া থানার পুলিশকেও নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন