সৌমেন মুখোপাধ্যায়, বাঁকুড়া:
ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে দক্ষিণ বাঁকুড়ায় মহাধূমধামে পালিত হচ্ছে রামনবমী পূজা। স্থানে স্থানে শ্রীরামচন্দ্রের মূর্তি স্থাপিত করে, পোস্টার টাঙিয়ে পূজা হচ্ছে।
আরও পড়ুন: নাজেহাল সিপিআইএম! ‘রাজি’ নন সেলিম, পলিটব্যুরো নাম বাছাইয়েও দড়ি টানাটানি
দক্ষিণ বাঁকুড়ার মশিয়াড়া গ্রামে শ্রীরামচন্দ্রের পূজা থেকে বিরত হয়নি। আগের দিনে সকল গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা আদায় করে পূজা করা হয়। মশিয়াড়ার শিবমন্ডপ স্থানে (চার মাথার মোড়) শ্রীরামচন্দ্রের রামনবমীর দিন থেকেই এইস্থানে শ্রীরামচন্দ্রের মূর্তি পূজা শুরু হয়। গ্রামবাসীরা স্বেচ্ছায় তাদের স্বার্থমতো অর্থ দান করে এই পূজা চালু করেছেন।
আরও পড়ুন: “রাত দশটার মধ্যে দখল হয়ে যাবে বাংলা।” রণহুঙ্কারে শুভেন্দু
বাঁকুড়া জেলার বিভিন্ন স্থানে আজ শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে রামনবমী পূজা পালিত হচ্ছে।
এই পূজা যাতে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসনের ব্যবস্থাও আছে।