কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
আবার জলের যন্ত্রণা শিলিগুড়িতে, গত দুদিন ধরে সমস্যা বাড়ছিল জলের, আজকে সেটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। শিলিগুড়ি বেশ কয়েকটি ওয়ার্ডে জল আসবে না আগের থেকেই ঘোষণা করা হয়েছিল, কোন কোন জায়গায় এক বেলা আসছিল এক বেলা আসছিল না।
আরও পড়ুন: মন্ত্রীকেই তাঁর দলেরই লোকজন বললেন, “ধান্দাবাজ-চিটিংবাজ-তোলাবাজ”! অস্বস্তিতে সিদ্দিকুল্লা
আজ সকাল হতে জলের জিনিস নিয়ে এক প্রান্ত থেকে এক প্রান্তে দৌড়াতে দেখা যায় বাড়ির পুরুষ এবং মহিলাদের। তাই পরে যদি না পাওয়া যায় তাই আগের থেকেই জল সঞ্চয় করে রাখা। গতকাল মেয়র সরাসরি কথা বলেন জনসাধারণের সাথে, এখনো জলের সমস্যা দিয়ে কথা উঠে। মেয়র জানান গত কয়েক বছর ধরেই চলছে জলে সমস্যা, আমরা চেষ্টা করছি তার সমাধান করার। সময় লাগছে তবুও মিটে যাবে আশা করছি।
আরও পড়ুন: ১.৯ লক্ষ ডলার জরিমানা! শাকিরার চিকিৎসার গোপন তথ্য ফাঁস
মেয়রের বলার পরও গতকাল বিকেলে জল আসেনি, আজকে সকালেও বেশ কয়েকটি ওয়ার্ডে জল আসেনি। আসলেও খুব সরু হয়ে পড়ছে। জল নিয়ে সমস্যা পড়ছেন শিলিগুড়ি মানুষ বারে বারে, এবারও তার ব্যতিক্রম হলো না। জলের সাথে জড়িত ইঞ্জিনিয়ার বা বাস্তুকাররা জানিয়েছেন নিচের থেকে জল আসছে না ঠিকমত, জল না জমলে জল উঠবে কি করে? তাই সমস্যা তো সমস্যাতেই থেকে গেল