Thursday, 16 October, 2025
16 October
HomeকলকাতাSecond Hooghly Bridge: ৩ দিন এড়িয়ে চলুন বিদ্যাসাগর সেতু

Second Hooghly Bridge: ৩ দিন এড়িয়ে চলুন বিদ্যাসাগর সেতু

চলতি মাসে পরপর তিনদিন ভোরে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু। চলবে সংস্কারের কাজ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

চলতি মাসে পর পর তিন দিন বেশ কিছু ক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে। ওই সেতু সংলগ্ন রাস্তাগুলিতেও গাড়ি নিয়ে যাওয়া যাবে না। পরিবর্তে ওই নির্দিষ্ট সময়ের জন্য কোন রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে, তা বিশদে জানিয়েছে কলকাতা পুলিশ। বলা হয়েছে, জনগণের সুরক্ষার্থে বিদ্যাসাগর সেতুতে কিছু সংস্কার প্রয়োজন। তার আগে হুগলি নদী ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে আগামী ১৩ থেকে ১৫ জুন (শুক্র, শনি এবং রবিবার), তিন দিন সেতুতে সমীক্ষা চলবে। তিন দিনই ভোর সাড়ে ৪টে থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এই বিজ্ঞপ্তি জারি করেছেন।

আরও পড়ুন: আকাশে আজ রাতে স্ট্রবেরি মুন

বলা হয়েছে, বিদ্যাসাগর সেতু এবং সংলগ্ন খিদিরপুর রোড, এজেসি বোস রোড (জ়িরাট আইল্যান্ড থেকে আরও পশ্চিম দিকের রাস্তা), সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোডে ১৩, ১৪ এবং ১৫ তারিখ সকালে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকবে। বুধবার হাওড়া পুলিশের ডিসি ট্র্যাফিক সুজাতা কুমারী বীণাপানি এবং কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথরাও যৌথ ভাবে সাংবাদিক বৈঠক করে সেতু বন্ধের কথা জানিয়েছেন।

আরও পড়ুন: তৃণমূলের স্বপ্নের বিরিয়ানিতে ঘি! বঙ্গে পদ্ম ফুটলেই ৩ হাজার টাকা!

কী ভাবে যান চলাচল?

  • জ়িরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে টার্ফ ভিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে। হেস্টিংস ক্রসিং থেকে কেপি রোডের দিকেও গাড়ি নিয়ে যাওয়া যাবে।
  • জওহরলাল নেহরু আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজে যেতে পারবে।
  • খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড হয়ে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, সেগুলি হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড থেকে স্ট্র্যান্ড রোড হয়ে সেগুলি হাওড়া ব্রিজে যেতে পারবে।
  • কেপি রোড দিয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়ি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফারলং গেটের দিকে পাঠানো হবে। সেগুলি রেড রোড হয়ে হাওড়া ব্রিজে যেতে পারবে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন