spot_img
Friday, 16 January, 2026
16 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজIndia Chaina: ড্রাগন-হাতির যৌথ নাচে আগ্রহী চিন; কমিউনিস্ট শাসকদল ভারতের কাছাকাছি আসার...

India Chaina: ড্রাগন-হাতির যৌথ নাচে আগ্রহী চিন; কমিউনিস্ট শাসকদল ভারতের কাছাকাছি আসার চেষ্টা

ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক অদূর ভবিষ্যতে ড্রাগন-হাতির যৌথ নাচের মতো আরও কাছাকাছি ও সৌহার্দ্যপূর্ণ হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক অদূর ভবিষ্যতে ড্রাগন-হাতির যৌথ নাচের মতো আরও কাছাকাছি ও সৌহার্দ্যপূর্ণ হতে পারে। মঙ্গলবার চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই ভাষাতেই দুদেশের সম্পর্কের উন্নতির আহ্বান জানালেন। ২০২০ সালে লাদাখ সংঘর্ষের পর থেকে বেজিং ও নয়াদিল্লির সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। কিন্তু, আচমকাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধে ধাক্কা খাওয়া কমিউনিস্ট শাসকদল ভারতের কাছাকাছি আসার চেষ্টা শুরু করেছে। কারণ, মার্কিন শুল্ক-বদলার ফলে এই দুই দেশকে বিরাট পণ্য মাশুল গুনতে হতে চলেছে।

ভারত-চিনের কূটনৈতিক সম্পর্ক সূচনার ৭৫-তম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার শি-দ্রৌপদীর মধ্যে বার্তা বিনিময় হয়। অত্যন্ত ভালমানুষির ভাষায় শি জিনপিং বলেছেন, শান্তি-সৌহার্দ্যের বাতাবরণে বসবাস করার পথ খুঁজে বের করা উচিত প্রতিবেশীদের। আর এই জন্য তিনি আন্তর্জাতিক বিষয় সহ দুদেশের সম্পর্ক আরও গভীর ও সহযোগিতাপূর্ণ করে তুলতে আগ্রহী। সীমান্ত এলাকায় শান্তি কায়েম রাখতে চায় চিন।

আরও পড়ুন: আর এস পি মুর্শিদাবাদ জেলা সম্পাদক অঞ্জনাভ দত্ত-এর শেষকৃত্য সম্পন্ন

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ভারত ও চিন দুদেশেরই প্রাচীন সভ্যতার ইতিহাস রয়েছে। উন্নয়নশীল বৃহৎ দেশগুলি এবং তাবৎ অঞ্চলের গুরুত্বপূর্ণ সদস্যরা উভয়েই আধুনিকীকরণের এক জটিল অবস্থানে রয়েছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক গতিপথ প্রমাণ দেয় আমাদের পারস্পরিক সাফল্যের কারণ। তাই দুই দেশের কাছেই ড্রাগন-হাতির যৌথ নাচই আমাদের সঠিক পছন্দ হওয়া উচিত।

আরও পড়ুন: “ঈদ মোবারক”! আর এস পি নেতার ‘পোস্ট’ ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল বিতর্ক

চিন ভারতের সঙ্গে দীর্ঘ মেয়াদে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আগ্রহী একথা জানিয়ে বেজিং প্রশাসন বলেছে, ভারতের সঙ্গে হাত হাত মিলিয়ে কাজ করতে উৎসাহী চিন। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে কৌশলগত বোঝাপড়া, আস্থা গড়ে তুলতে চাই আমরা। গত বছর ব্রিকস সম্মেলনের ফাঁকে রাশিয়ার কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাক্ষাতের কথাও স্মরণ করিয়ে দেন বিদেশ মুখপাত্র।

এই মুহূর্তে

আরও পড়ুন