Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গFootball: ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা সভাপতি

Football: ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন জেলা সভাপতি

মোট বারোটি দল অংশগ্রহণ করবে  এই ফুটবল প্রতিযোগিতায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

শিলিগুড়িতে আয়োজন করা হলো, মতুয়াদের দ্বারা পরিচালিত ফুটবল প্রতিযোগিতা। জেলা সভাপতি পাপিয়া ঘোষ উদ্বোধন করলেন এই প্রতিযোগিতার। মোট বারোটি দল অংশগ্রহণ করবে  এই ফুটবল প্রতিযোগিতায়। যার মধ্যে পাঁচটি বাইরের দল আছে।

আরও পড়ুন:  মান্না দের গান দিয়ে জবাবি ভাষণ মেয়র গৌতম দেবের

আয়োজকরা জানিয়েছেন তিন দিনের এই প্রতিযোগিতায় থাকবে আকর্ষনীয় পুরস্কার। বিজয়ী দল পাবেন এক দুর্দান্ত আর্থিক পুরস্কার। জেলা সভাপতি এদিন জানালেন এই প্রতিযোগিতা চলছে অনেকদিন ধরে, এই বছর এই প্রতিযোগিতা বড় আকারে আয়োজন করা হচ্ছে। আকর্ষণীয় পুরস্কার মূল্য থাকছে এর সাথে।

আরও পড়ুন: চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ‍্য সার্বিক তত্তাবাধনে অনুষ্ঠিত ‘নমঃশূদ্র লোক-সংস্কৃতি উৎসব’

আমাদের সবাই মাঠে এই খেলা দেখতে আজকেউপস্থিত হয়েছেন। দর্শকদের অনুগ্রহ অনুরোধ করব  আপনারা সবাই মাঠে আসুন।  খেলা দেখুন, তবেই তো উৎসাহী হবে খেলোয়াড়েরা, আর সফল হবে এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আয়োজকরা বহু কষ্ট করে এই প্রতিযোগিতার আয়োজন করছেন। আমাদের দায়িত্ব এবং কর্তব্য এর মধ্যে পড়ে  এই প্রতিযোগিতাকে জনপ্রিয় করে তুলবা বলে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

এই মুহূর্তে

আরও পড়ুন