কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
রং খেলার দিন, ডেপুটি মেয়রের উপর আক্রমণের ঘটনায় চাঞ্চল শিলিগুড়িতে। হিল কার্ড রোডের মতো ব্যস্ততম এলাকায় বিকালের দিকে এই ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শিলিগুড়ি শহর জুড়ে। খোদ ডেপুটি মেয়রের উপর যদি এইভাবে হামলা হয় তবে সাধারণ মানুষ কোথায় যাবে! এক আত্মীয়ের মৃত্যুর ঘটনা শুনে ডেপুটি মেয়র যাচ্ছিলেন, সেই সময় তারপর তাকিয়ে দেয় কিছু মদ্যপ যুবক।
আরও পড়ুন: স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার
ডেপুটি মেয়র ছেড়ে দিতে বললে তার গাড়ির উপর হামলা চালায় ওই মাতাল যুবকেরা। বাধা দিতে গেলে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। কোনভাবে সেখান থেকে বেরিয়ে যান তিনি। তিনি পরে প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেন। তিনি নিজেই জানান, আমার উপরে এই ঘটনা হলে অন্যরা কোথায় যাবে? এদিকে এই ঘটনাকে নিয়ে চরম ক্ষোভে এটা পড়েছেন তৃণমূল নেতৃত্ব। ফুসছেন সমর্থকেরাও। তারাও জানিয়েছেন হামলাকারীকে খুঁজে বের করতে হবে। নিজের মোবাইল থেকে ওই ব্যক্তির ছবি তুলে পুলিশকে জমা দিয়েছেন।
আরও পড়ুন: শুনসান রাস্তা; শিলিগুড়ি যেন এক অচেনা শহর
তিনি জানিয়েছেন হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়ায় তিনি নিজেই অত্যন্ত অবাক, তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে এই ঘটনায়। বিকালের থেকে এই ঘটনা ঘটে যাওয়ায় গোটা শিলিগুড়িতে শোরগোল পড়ে যায়। সবাই ফোন করতে থাকেন, নাম্বার-এ। ওই যুবকদের খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ। শিলিগুড়িতে সচরাচর এই ধরনের ঘটনা ঘটে না, হঠাৎ করে এই ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত অনেকে। ওই যুবকরা কারা? কোথায় তাদের ঠিকানা? এর খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ।