spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeচাকরিISI Kolkata: সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ; বেতন ২৫০০০ টাকা! কলকাতা স্ট্যাটিস্টিকাল প্রতিষ্ঠানে কর্মী...

ISI Kolkata: সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ; বেতন ২৫০০০ টাকা! কলকাতা স্ট্যাটিস্টিকাল প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ

পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা ISI বা ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে প্রজেক্ট লিংক পারসন পদে সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ হতে চলেছে। এই মর্মে সংস্থার তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের কর্মজীবনের অভিজ্ঞতা অর্জনের জন্য এই নিয়োগটি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। যোগ্য চাকরি প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুখবর।

আরও পড়ুনঃ পহেলগাঁও হামলার নিন্দা, কড়া বিবৃতি জাপানের

নিয়োগ কারী সংস্থা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউট (ISI)

পদের নাম প্রজেক্ট লিংকড পার্সন

মাসিক বেতন ২৫,০০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রথম শ্রেণীতে জুওলজি/বোটানি/পরিবেশগত বিজ্ঞান/ইকোলজি বা জীবন বিজ্ঞান এর সঙ্গে জড়িত সমতুল্য বিভাগের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি চাকরি প্রার্থীদের ইকোলজি বিভাগে সমীক্ষা এবং ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট এর বিষয়ে অভিজ্ঞতা বা গবেষণার অভিজ্ঞতা থাকলে চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স সীমা ০৫/০৫/২০২৫ তারিখের হিসাবে চাকরি প্রার্থীদের বয়স ২৫ বছরের কম হতে হবে। এই ক্ষেত্রে সরকারি সংরক্ষণের নিয়ম মেনে তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া বর্গের মানুষ, মহিলা এবং বিশেষভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই ক্ষেত্রে সম্পূর্ণ রূপে চাকরি প্রার্থীদের অভিজ্ঞতার ওপর নির্ভর করে বয়সের ছাড় দেওয়া হবে।

আরও পড়ুনঃ আকাশবাণীতে সাংবাদিকতার সুযোগ! প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা বেতন 

নিয়োগ পদ্ধতি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক এই নিয়োগটি প্রাথমিকভাবে অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করেই করা হবে। যোগ্য প্রার্থীদের আপাতভাবে ৩১/০৩/২০২৬ তারিখ পর্যন্ত কর্মী হিসাবে নিয়োগ করা হবে। এক্ষেত্রে পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে। যদিও এই নিয়োগের ক্ষেত্রে স্থায়ী নিয়োগের দাবি করতে পারবেন না নিযুক্ত কর্মীরা। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে এক্ষেত্রে প্রাথমিকভাবে যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এরপর সরাসরি ইন্টারভিউ দিয়েই পদে নিয়োগ করা হবে।

প্রয়োজনীয় নথি

  • চাকরি প্রার্থীর নাম,
  • নিজের যাবতীয় তথ্য সহ স্বাক্ষরিত বায়োডাটা,
  • বর্তমান ঠিকানা,
  • ইমেইল আইডি,
  • মোবাইল নম্বর,
  • অভিভাবক এর নাম,
  • জন্মের বিবরণ,
  • শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণ এবং মার্কশিট,
  • অভিজ্ঞতার প্রমাণ,
  • ভোটার কার্ড বা প্যান কার্ড এর মত পরিচয় পত্র,
  • কাস্ট সার্টিফিকেট ইত্যাদি।

আবেদন পদ্ধতি উল্লেখিত পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের ইমেইলের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে। ইমেইলের বিষয় “Application for PLP at AERU” লিখে ০৫/০৯/২০২৫ তারিখের মধ্যে জমা করতে হবে। আবেদনের ক্ষেত্রে বিস্তারিত তথ্য এবং প্রয়োজনীয় সমস্ত নথি উল্লেখ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে নিচে দেওয়া লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিয়ে তবেই আবেদন জানাবেন।

 Link : Advertisement-AERU6

এই মুহূর্তে

আরও পড়ুন