কুশল দাসগুপ্ত, শিলিগুড়িঃ
রেল লাইন দিয়ে নয়, তার থেকে কিছুটা উপর দিয়ে ছুটবে এই ট্রেন। বলা যেতে পারে উড়বে এই ট্রেন। লাইনের সঙ্গে কোনও ঘর্ষণই হবে না। না হবে তেমন কোনও শব্দ। গতি এতটাই বেশি যে চোখের নিমেষে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবে সেই ট্রেন।
আরও পড়ুনঃ টোটোচালককে ২৫ বছরের সাজা; কিশোরীকে অচৈতন্য করে ধর্ষণ
শুনতে অবাক লাগলেও, আসলে বিমানের থেকে দ্রুতগতিতে ছুটবে এই ট্রেন। বিশ্বের সবথেকে দ্রুতগতির এই ট্রেন মাত্র এক ঘণ্টায় ৬০০ কিমি পথ পার করতে পারবে। অর্থাৎ কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব পার করে ফেলবে এক ঘণ্টায়। থাকবে না কোনও চালক। চিনের এই ট্রেনের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। বোয়িং-এর মতো কিছু কিছু বিমানের গতি হয় ৮৮৫ থেকে ৯২৫ কিমি প্রতি ঘণ্টা। আর এই ট্রেন গতি তুলতে পারে ১০০০ কিমি পর্যন্ত। অর্থাৎ কখনও কখনও ছাপিয়ে যেতে পারে বিমানের গতিকেও।
আরও পড়ুনঃ যেমন কর্ম তেমন ফল; হাসিনার পতন উদযাপন করতে গিয়ে বেধড়ক মার খেলেন ছাত্রনেতারা
বিশেষভাবে তৈরি করা ভ্যাকুয়াম লাইনে পরীক্ষা করা হয়েছে এই ট্রেন। বিশেষ ম্যাগলেভ প্রযুক্তি ব্যবহার করে এই ট্রেন চালানো হচ্ছে। লাইনটি ভ্যাকুয়াম হওয়ায় হাওয়ার সঙ্গে কোনও ঘর্ষণ হয় না। বর্তমানে এই ম্যাগলেভ ট্রেন ৪৩০ থেকে ৬০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছোটে। এবার সেটার গতি বাড়ানো হল আরও। আগামিদিনে দূরের গন্তব্যে পৌঁছতে অত্যন্ত কার্যকর হবে ওই ট্রেন।


                                    
