নতুন বছরের প্রথম দিন থেকেই বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। ডিসেম্বর হতাশ করলেও জানুয়ারি হতাশ করবে না বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ওয়েদার ডিপার্টমেন্ট জানাচ্ছে, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতন হবে। ফের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কলকাতায় কততে নামবে তাপমাত্রা? জানুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।
আরও দেখুন: Today’s horoscope: আজ ২ রা জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ভাগ্য ঘুরবে এই পাঁচ রাশির
আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আর বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। পাশাপাশি নামবে তাপমাত্রাও। আজ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। যদিও শনি ও রবিবার তাপমাত্রা ফের একটু বাড়তে পারে।
আগামী কয়েকদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিন ও রাতের তাপমাত্রা কমবে দুইই। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্তও কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে এক ধাক্কায় নেমে যেতে পারে পারদ। অর্থাৎ শীতের আমেজ থাকবে ভরপুর।
আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কুয়াশার প্রভাব থাকবে। সকাল ও রাতের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যের প্রায় সব জেলাতেই। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার অধিক দাপট থাকবে। ঘন কুয়াশার সতর্কতাও থাকবে কোথাও কোথাও।
আরও পড়ুন: Singur: দেড় ঘণ্টা আটকে মন্ত্রীর বিক্ষোভে, ফিরতে হল হাওড়া
উত্তরবঙ্গে হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও। দার্জিলিং, কালিম্পঙ-এ শীতের দাপট বাড়বে। পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি উত্তরের সব জেলাতেই কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে।