দুর্গাপুজো মানেই চমক, আর সেই চমকের অন্যতম কেন্দ্র উত্তর কলকাতার নলিন সরকার স্ট্রিট। বেশ কিছু বছর ধরে নানা সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়ের মাধ্যমে সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এই পুজো উদ্যোক্তারা। এবারের থিম সমাজে নারী শক্তির ‘রূপান্তরে’র গল্প। উদ্যোক্তাদের দাবি, এই থিম দর্শনার্থীদের মুগ্ধ করবেই।
আরও পড়ুনঃ ১৪ দিনের মধ্যে জনগণের জন্য খুলে দিতে হবে দুর্গাপুজোর জন্য ব্যবহৃত পার্ক; নির্দেশ পুরসভার
প্রাচীন প্রবাদ ‘সংসার সুখী হয় রমনীর গুণে’ ২০২৫-এ অনেকটাই বদলে গেছে। বর্তমানে মহিলারা শুধু ঘরেই আবদ্ধ নন, সংসার সামলানোর পাশাপাশি দিব্যি এগিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রেও। পুরুষতান্ত্রিক সমাজের গণ্ডি ভেঙে মহিলাদের এই মুক্তির কাহিনিই ফুটে উঠছে এবারের থিমে। শিল্পী সনাতন দিন্দা স্পষ্ট বলেছেন, ‘মহিলারা স্বাধীন, তাদের কেন নিয়মের বেড়াজালে বেঁধে রাখা হবে? তাই এই থিম এক রকম মুক্তির রূপান্তর।’
শুধু থিম ভাবনা নয়, প্রতিমার সাজেও থাকছে বিশেষ চমক। এবারে দশভূজার বদলে দেখা যাবে ১৮ হাতে ভর করে দাপিয়ে বেড়াচ্ছেন মা দুর্গা। উদ্যোক্তারা জানাচ্ছেন, সমাজে নারীর বহুমুখী ভূমিকার প্রতিফলনই থাকবে এই অভিনব প্রতিমায়।
আরও পড়ুনঃ লক্ষ্য দুর্গাপুজো, ক্লাবগুলোকে আলাদা করে চাঁদা দেবে কোচবিহারের তৃণমূল
এসব ছাড়াও এবার প্রথম উত্তর কলকাতায় মণ্ডপ সাজাচ্ছেন সনাতন দিন্দা। তাঁর কাজ মানেই অভিনব ভাবনা, রঙের খেলা-সহ আরও অনেক কিছু। সেসবই ফুটে উঠতে চলেছে নলিন সরকার স্ট্রিটেও।
আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে। হাতিবাগান চত্বরে গেলে, আপনিও ঘুরে আসতে পারেন এই মণ্ডপ থেকে।