Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গCochbihar: ঝিনুক কুড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি তিনজন শিশুর

Cochbihar: ঝিনুক কুড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি তিনজন শিশুর

মামাতো ভাইয়ের সাথে ঝিনুক কুড়াতে গিয়েছিল।

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি:

হৃদয় বিদারক ঘটনা ঘটল কোচবিহার জেলার মাথাভাঙ্গায়। ধরলা নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল তিন কিশোর-কিশোরীর। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের জোরপাটকির হাসানেরঘাট এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতরা হল অঙ্কুশ অধিকারী, সুচিস্মিতা অধিকারী ও আকাশ বর্মন। সুচিস্মিতা ও অঙ্কুশ সম্পর্কে ভাই-বোন। ঘটনার জেরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: Astrology Today, 20th December, 2024: অপেক্ষা কী করছে আপনার জন্য আজ শুক্রবারে?

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুচিস্মিতা ও অঙ্কুশ এদিন মামার বাড়িতে বেড়াতে এসেছিল। তারপর মামাতো ভাই আকাশের সঙ্গে নদীতে যায় দুই ভাই-বোন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে,  নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে তিনজনেরই সলিলসমাধি ঘটেছে। বুকফাটা কান্নায় ভেঙে পড়েছে পরিবার-পরিজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মাথাভাঙ্গা থানার পুলিশ। স্থানীয়রাই জলে নেমে তিন কিশোর-কিশোরীকে উদ্ধার করেছে। একজনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজনের দেহ ঘটনাস্থলেই পড়ে রয়েছে।

________

এই মুহূর্তে

আরও পড়ুন