spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজDrone Attack Russia: ৯/১১-র ধাঁচেই রাশিয়ার কাজ়ানে ড্রোন হামলা

Drone Attack Russia: ৯/১১-র ধাঁচেই রাশিয়ার কাজ়ানে ড্রোন হামলা

রাশিয়ার কাজ়ানে তিনটি বহুতলে পর পর ড্রোন হামলা

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাশিয়ার কাজ়ানে তিনটি বহুতলে পর পর ড্রোন হামলা হল।যদিও এই হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু স্থানীয়দের দাবি, অনেকটা ৯/১১-র ধাঁচেই ওই বহুতলগুলিতে হামলা চালানো হয়েছে। রাশিয়ার এই শহরেই অনুষ্ঠিত হয়েছে ‘ব্রিকস’ সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

হামলার বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে আকাশচুম্বী তিনটি বহুতলে সোজা গিয়ে ধাক্কা মারল ড্রোনগুলি। তার পরই বিস্ফোরণ। কালো ধোঁয়ায় ভরে গেল আকাশ। এই ঘটনাই ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আল কায়দার হামলার স্মৃতি উস্কে দিয়েছে। যে হামলায় ২,৯৭৭ জনের মৃত্যু হয়েছিল।

মস্কোর দাবি, ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যদিও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ড্রোনকে তৎপরতার সঙ্গে ধ্বংস করেছে। তবে রুশ সংবাদ সংস্থা ‘স্পুটনিক’ কাজ়ানের মেয়রের বক্তব্য উদ্ধৃত করে জানিয়েছে, এই হামলার জেরে বহুতলগুলির বেশ কয়েকটি ঘরে আগুন লেগে গিয়েছে। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এই ঘটনার পর পরই কাজ়ানে হুলস্থূল পড়ে যায়। নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি কাজ়ান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। বিমান ওঠানামাও বন্ধ হয়ে যায়। রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, তিনটি বহুতলে আটটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

এ বছরেই ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় রাশিয়ার এই শহরে। আর তার জেরেই সংবাদের শিরোনামে উঠে আসে কাজ়ান। বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানরা সেই সম্মেলনে অংশ নিয়েছিলেন। ২০১৮ সালে এখানে ফুটবল বিশ্বকাপেরও খেলা অনুষ্ঠিত হয়েছিল।

এই মুহূর্তে

আরও পড়ুন