সোমবার থেকে কি আবার ভারী বৃষ্টি শুরু হবে? গাঙ্গেয় বঙ্গের উপরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে গত কয়েক দিন ধরে বিস্তর ভোগান্তি হয়েছে সাধারণ মানুষের। কলকাতা এবং শহরতলির রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল টানা বৃষ্টিতে। তবে নিম্নচাপ অঞ্চল কিছুটা দুর্বল হয়েছে। সরেছে পশ্চিম দিকে। আপাতত কলকাতা এবং দক্ষিণের বাকি জেলাগুলিতে ঝড়বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে শুধু তিনটি জেলায়।
আরও পড়ুন: হতবাক সঙ্গীতমহল! আশা ভোঁসলেকে নিয়ে ভুয়ো গুঞ্জন
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে বর্ষার বাতাস এখনও অতি সক্রিয়। ফলে দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে জেলায় জেলায়। আগামী সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। তবে সমুদ্রে পরিস্থিতি আপাতত স্বাভাবিক থাকবে। মৎস্যজীবীদের জন্য আলাদা করে কোনও সতর্কতা নেই।
আগামী সপ্তাহে দুর্যোগের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। রবিবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে। চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণ হবে মঙ্গলবার থেকে। টানা বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা।
আরও পড়ুন: বালুচিস্তানে ৯ ‘পাকিস্তানি’কে বেছে বেছে খতম করল বিদ্রোহীরা
বৃষ্টির কারণে তাপমাত্রাও অনেক কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি কম।