Saturday, 5 July, 2025
5 July, 2025
HomeদেশMali: মালিতে আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের হাতে অপহৃত তিন ভারতীয়! 

Mali: মালিতে আল কায়দা ঘনিষ্ঠ জঙ্গিদের হাতে অপহৃত তিন ভারতীয়! 

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মালিতে কর্মরত তিন ভারতীয় নাগরিককে অপহরণ করেছে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গিগোষ্ঠী! এমনটাই নিশ্চিত করেছে ভারত সরকার। এই অপহরণ-কাণ্ডের খবর সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক। মালি প্রশাসন যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনে, সেই দাবি করা হয়েছে।

মালির পশ্চিমাংশে কায়েস অঞ্চলের ডায়মন্ড সিমেন্ট কারখানায় মঙ্গলবার (১ জুলাই) রাতে হামলা চালায় একদল জঙ্গি। স্থানীয় সূত্রে খবর, সেই হামলার সময় তিন ভারতীয় কর্মীকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকবাজরা। এরপর থেকেই তাঁদের আর কোনও খোঁজ মেলেনি।

আরও পড়ুন: উল্টো রথ ও মহরম এক দিনে; কড়া নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

সূত্রের খবর, এই হামলার নেপথ্যে রয়েছে আল-কায়েদা ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন। মালি জুড়ে বহু সন্ত্রাসবাদী হামলার সঙ্গে জড়িত এই সংগঠন।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এক সরকারি বিবৃতিতে তারা জানিয়েছে, “এই বর্বরোচিত হামলা ও অপহরণের ঘটনা নিন্দাজনক। ভারত সরকার মালির প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছে, যেন অপহৃত ভারতীয়দের দ্রুত ও নিরাপদ মুক্তি নিশ্চিত করা হয়।”

বিবৃতিতে আরও জানানো হয়েছে, “১ জুলাই সশস্ত্র জঙ্গিরা পরিকল্পিত হামলা চালায় ডায়মন্ড সিমেন্ট কারখানায়। সেই সময় তিন ভারতীয় কর্মীকে অপহরণ করে তারা। মালির সরকারের কাছে ভারত আবেদন জানাচ্ছে, যেন প্রয়োজনীয় সব পদক্ষেপ দ্রুত নেওয়া হয় তাঁদের মুক্তির জন্য।”

আরও পড়ুন: বঙ্গভবনের কপাট ভাঙার প্রস্তুতি! অভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ

মালির বামাকোতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন, পুলিশ এবং কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলছে। অপহৃতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রক। জানানো হয়েছে, “পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সর্বস্তরে যোগাযোগ রেখে চেষ্টা চলছে যাতে দ্রুত ও নিরাপদে অপহৃতদের ফিরিয়ে আনা যায়।”

একই সঙ্গে, মালিতে বসবাসকারী সমস্ত ভারতীয় নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করেছে MEA। তাদের বলা হয়েছে, যেন যথেষ্ট সতর্কতা অবলম্বন করেন, সবসময় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখেন এবং কোনও আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত খবর দেন।

এই মুহূর্তে

আরও পড়ুন