আগুন থেকে বাঁচতে মরণঝাঁপ। প্রাণ গেল একই পরিবারের তিনজনের। দিল্লির দ্বারকা এলাকার সেক্টর ১৩-য় মঙ্গলবার সকালে একটি বহুতল আবাসনের একেবারে উপরের তলায় আগুন লেগে যায়। আগুন থেকে বাঁচতে প্রথমে আট তলার বারান্দ থেকে ঝাঁপ দেয় দুই ভাই-বোন। ছেলেটির বয়স ১০। তার পর তাদের বাবা যশ যাদবও ঝাঁপিয়ে পড়েন। তড়িঘড়ি দিল্লির আইজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ডিম উৎপাদনে সেরা বাংলা! তবুও কমছে না ডিমের দাম
যশ যাদবের স্ত্রী ও বড় ছেলে কোনওক্রমে আগুন থেকে রক্ষা পান। তাঁদের আইজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। দমকল ও পুলিশ জানিয়েছে, অন্যান্য আবাসিকদের সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে।
প্রাথমিক নিরাপত্তার স্বার্থে পুরো আবাসনে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ভবনের গঠনগত নিরাপত্তা খতিয়ে দেখতে ইতিমধ্যে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (MCD)-কে জানানো হয়েছে। দু’টি হাসপাতালেই নিযুক্ত করা হয়েছে মেডিক্যাল ও সাপোর্ট টিম।
আরও পড়ুন: নীলবাড়ির মহালয়ায় মহাজমায়েত! শতবর্ষে বাঙালির জন্য নিয়ম শিথিল সঙ্ঘের
এই মর্মান্তিক অগ্নিকাণ্ড এমন এক সময় ঘটল, যখন দিল্লিতে একের পর এক আগুন লাগার ঘটনা চিন্তার কারণ হয়ে উঠেছে। মাত্র একদিন আগেই দিলশাদ গার্ডেনে ই-রিকশার চার্জিং চলাকালীন বিস্ফোরণে মৃত্যু হয়েছিল দু’জনের। মাসখানেক আগে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনে ছারখার হয়েছিল দিল্লি হাটের প্রায় ৩০টি দোকান।