Sunday, 3 August, 2025
3 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: মা ও ছেলের এ কী হল!

Siliguri: মা ও ছেলের এ কী হল!

মহিলার নাম তিথি দাস ও আট বছরের শিশুর নাম তেজস দাস

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

মা ও ছেলের রহস্যমৃত্যুর ঘটনা শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপে। বাংলোয় ঘর থেকে উদ্ধার হল দুইজনের মৃতদেহ। বৃহস্পতিবার সকালে দুইজনকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। পরে নার্সিংহোমে নিয়ে গেলে দুইজনকে মৃত বলে জানায় ডাক্তার।

আরও পড়ুন: Arun Roy:  না ফেরার দেশে দেবের বাঘাযতীন পরিচালক

মৃত মহিলার নাম তিথি দাস ও আট বছরের শিশুর নাম তেজস দাস। ২০১৮ সাল থেকে উত্তরায়ণে বাংলোতে থাকেন ব্যবসায়ী সুজিত দাস ও তাঁর পরিবার। বুধবার রাতে ব্যবসায়ী বাইরে কাজে গিয়েছিলেন।

আরও পড়ুন: Balurghat: বালুরঘাট টাউন ক্লাবের এক অনবদ্য উদ্যোগ

বৃহস্পতিবার সকালে বাংলোয় বেডরুম থেকে ব্যবসায়ীর স্ত্রী ও ছেলের দেহ পাওয়া যায়। অসুস্থ অবস্থায় তাঁর মেয়েকে পাওয়া যায়। তিনজনকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে দুইজনকে মৃত বলে জানান ডাক্তার।  এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় মানুষ জানিয়েছেন  গোটা ব্যাপারটিকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে তদন্ত করা উচিত।

এই মুহূর্তে

আরও পড়ুন