Wednesday, 5 November, 2025
5 November
Homeদক্ষিণবঙ্গNadia: কাশির সিরাপ বাজেয়াপ্ত করা নিয়ে কেন্দ্র-রাজ্য বাহিনী দ্বৈরথে; বিএসএফ-পুলিশ সংঘর্ষে তিন...

Nadia: কাশির সিরাপ বাজেয়াপ্ত করা নিয়ে কেন্দ্র-রাজ্য বাহিনী দ্বৈরথে; বিএসএফ-পুলিশ সংঘর্ষে তিন পুলিশকর্মী আহত 

বাজেয়াপ্ত হওয়া ওই নিষিদ্ধ কাশির সিরাপগুলি নিজেদের হেফাজতে নিতে চায় বিএসএফ। কিন্তু নিয়ম দেখিয়ে এই হস্তান্তর করতে রাজি হয়নি পুলিশ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিষিদ্ধ কাশির সিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্ত করা নিয়ে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও রাজ্য পুলিশের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল নদিয়ায়। মঙ্গলবার রাত ৯টা নাগাদ নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। কেন্দ্রীয় ও রাজ্যবাহিনীর এই সংঘর্ষে অন্তত তিন জন পুলিশকর্মী আহত হয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুনঃ শুরু হয়েছে SIR, রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে SIR বিষয়ে বাংলা পক্ষর ডেপুটেশন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে এক বিএসএফ কর্মীকে আটক করেছে পুলিশ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনা নিয়ে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফের ডিআইজি বা কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারের পক্ষ থেকে কোনও রকম সরকারি বিবৃতি পাওয়া যায়নি। যোগাযোগের একাধিক বার চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ চাপড়া থানার সীমানগর এলাকার কাছে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপর একটি গাড়ি থেকে কিছু প্যাকেট নামানো হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা প্যাকেটগুলি খুলে দেখেন তার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ‘ফেনসিডিল’। সঙ্গে সঙ্গেই এই বিষয়ে চাপড়া থানায় খবর দেন স্থানীয়েরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় চাপড়া থানার পুলিশ। তারা নিষিদ্ধ কাশির সিরাপগুলি বাজেয়াপ্ত করে নিজেদের গাড়িতে তুলে নেয়। তখনই ঘটনাস্থলে উপস্থিত হন সীমানগর ৩২ ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানেরা। বাজেয়াপ্ত হওয়া ওই নিষিদ্ধ কাশির সিরাপগুলি নিজেদের হেফাজতে নিতে চায় বিএসএফ। কিন্তু নিয়ম দেখিয়ে এই হস্তান্তর করতে রাজি হয়নি পুলিশ। এর থেকেই সূত্রপাত দু’পক্ষের মধ্যে বচসার। এর পরেই তাদের মধ্যে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছোয় আরও পুলিশকর্মী এবং বিএসএফের একটি দল।

আরও পড়ুনঃ মালগাড়ির মাথায় প্যাসেঞ্জার ট্রেন, ভয়াবহ দুর্ঘটনা রেল ছত্তীসগড়ে

সংঘর্ষে পুলিশের তিন কর্মী আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে চাপড়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আহত তিন পুলিশকর্মীর মধ্যে এক জনের আঘাত গুরুতর। সংঘর্ষের পরে চাপড়া থানার পুলিশ এক বিএসএফ কর্মীকে আটক করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন বিএসএফের উচ্চপদস্থ কর্তারা। অন্য দিকে, কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং ডিএসপি ঘটনাস্থলে পৌঁছোন। এই মুহূর্তে দু’পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

বিএসএফের দাবি, তাদের কাছে নির্দিষ্ট সূত্র মারফত খবর ছিল একটি গাড়িতে চাপড়া থানার সীমান্তে নিষিদ্ধ কাশির সিরাপ আনা হচ্ছে। তারা সেগুলি বাজেয়াপ্ত করতে গেলে রাজ্য পুলিশ বাধা দেয়। অন্য দিকে, পুলিশের অভিযোগ, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে ‘ফেনসিডিল’ বাজেয়াপ্ত করার পরে বিএসএফ কর্মীরা সেগুলিকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। আইনি কারণেই সেই হস্তান্তর করতে অসম্মত হওয়ায় বচসা শুরু হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন