নিজস্ব সংবাদদাতা, যশপাল সিং, আগরতলা:
মঙ্গলবার সকালে আগরতলার উপকণ্ঠে বাধারঘাট এলাকার মাতৃপল্লিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় পুকুরে স্নান করতে গিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের নাম ববি শুক্ল দাস (১৮), শুভম দেব (১৭) এবং শুভজিৎ দেব (১৭) বলে শনাক্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চার বন্ধু মিলে ওই পুকুরে স্নান করতে গিয়েছিল। তাদের মধ্যে একজন সাঁতার না জানায় পাড়েই থেকে যায়। বাকি তিনজন সাঁতরে পুকুরের মাঝখানে চলে যায়, কিন্তু আর ফিরে আসতে পারছিল না। তাদের আর্তনাদ শুনে পাড়ে থাকা বন্ধুটি চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয়রা ছুটে আসেন।
আরও পড়ুন: সোরেং-এ ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতা, স্বস্তিতে স্থানীয়রা
স্থানীয় বাসিন্দা পলাশ কর্মকার বলেন, “আমরা একজনকে টেনে তুলতে পারলেও, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।” পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে বাকি দুজনের মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: আজ জৈষ্ঠ কৃষ্ণা সপ্তমী তিথি; কেরিয়ারে উন্নতি এই চার রাশির
পুকুরটি স্থানীয় কৃষি দপ্তরের অফিসের কাছে অবস্থিত। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়িকা মীনা রাণী সরকার ঘটনাস্থলে ছুটে যান এবং শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা জানান। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।