Sunday, 10 August, 2025
10 August, 25
Homeউত্তরবঙ্গAlipurduar: মদের আসরের প্রতিবাদ, মার খেলেন খোদ কাউন্সিলর

Alipurduar: মদের আসরের প্রতিবাদ, মার খেলেন খোদ কাউন্সিলর

দুষ্কৃতীদের হাতে মার খেলেন শাসক দলের কাউন্সিলর পার্থপ্রতিম মণ্ডল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

রাজ্যে আইনশৃঙ্খলায় সেরার পদক পেয়েছিল আলিপুরদুয়ার। এবার সেখানে ১৫ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতীদের হাতে মার খেলেন শাসক দলের কাউন্সিলর পার্থপ্রতিম মণ্ডল। মদের আসরে দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ আক্রান্ত হন আলিপুরদুয়ার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থপ্রতিম মণ্ডল ও তাঁর দাদা। ব্যাপক মারধর করা হয়। এমনকী তাঁকে ধাক্কা মেরে ড্রেনে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। কাউন্সিলর ততক্ষণে ওয়ার্ডের সকলকে জানালে পালিয়ে যায় অভিযুক্তরা। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: হেঁশেলে রান্না হবে কী করে! মাত্র ১৫ দিনের গ্যাস মজুদ আছে ভারতে

আলিপুরদুয়ার পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বকরিবাড়ি এলাকায় প্রতিদিন রাতের বেলায় মদের আসর বসে বলে অভিযোগ। দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে ওই এলাকা।প্রতিদিন সেখানে মদের আসর বসে। নানা অসামাজিক কাজকর্ম হয়। রবিবার রাতে একাই ওই এলাকায় গিয়ে এসব কাজে প্রতিবাদ পার্থপ্রতিম। কিন্তু দুষ্কৃতীরা শাসকদলের কাউন্সিলরকে ব্যাপক মারধর করে।

আরও পড়ুন: ভয়াবহ ঘটনা! কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্যু শিশুর!

এরপর ওয়ার্ডের বাসিন্দারারা বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন। কাউন্সিলর অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে বলেছেন। এরপর আজ আলিপুরদুয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আলিপুরদুয়ার থানায় যান কাউন্সিলর। সেখানে পৌঁছন ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও। তাঁরা বিক্ষোভে সামিল হন। দোষীদের উপযুক্ত শাস্তি চেয়েছেন তাঁরা। পার্থপ্রতিমবাবু বলেন, “দীর্ঘদিন ধরে মদের আসর বসত। আমি বারণ করেছি শুনত না। এরপর কালকেও আমি যাই। প্রতিবাদ করি। তখনই আমার উপর হামলা করে। বেধরক মারধর করে।

এই মুহূর্তে

আরও পড়ুন