Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeরাজ্যWest Bengal Day:  ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে নির্দেশিকা! ব্যানার-হোর্ডিং ভরিয়ে দিতে হবে

West Bengal Day:  ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে নির্দেশিকা! ব্যানার-হোর্ডিং ভরিয়ে দিতে হবে

রাজ্য থেকে একেবারে বুথস্তর পর্যন্ত সর্বত্র এই কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

গত বছর প্রথমবার ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালিত হয়েছিল। এবারও পয়লা বৈশাখে সেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের নির্দেশিকা জারি করে দিল তৃণমূল কংগ্রেস। রাজ্য থেকে একেবারে বুথস্তর পর্যন্ত সর্বত্র এই কর্মসূচি পালন করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

আরও পড়ুন: সত্য হল আশঙ্কা! তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আগামী ৬ এপ্রিল রাজ্য জুড়ে রামনবমী পালিত হবে। বিজেপি যখন রাম নবমী পালনে গোটা রাজ্যে প্রচার করছে, তারই মধ্যে ১ বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উদযাপনের দিনে এই দিবস পালনের মধ্যে দিয়ে বাঙালি অস্মিতার অস্ত্রে শান দিল তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আরও পড়ুন: হলোটা কি; রাত হলেই হচ্ছেটা কি শিলিগুড়ির!

ওই দিন কী কী করবেন তৃণমূলের কর্মী থেকে জনপ্রতিনিধিরা, তার গাইডলাইন তৈরি করে দিয়েছে তৃণমূল। সব কর্মসূচি বলে দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বলে দেওয়া হয়েছে যে, নববর্ষ আর পশ্চিমবঙ্গ দিবসের জন্য অনেক ব্যানার আর হোর্ডিং লাগানোর ব্যবস্থা করতে হবে।

এছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, স্থানীয় বিদগ্ধ মানুষকে সম্মানিত করতে হবে, ছোট ছোট অসংখ্য অনুষ্ঠান করতে হবে। স্থানীয়ভাবে ছোটদের বিশেষ করে কিশোর কিশোরীদের বাঙালি অস্মিতায় উদ্বুদ্ধ করতে হবে বলেও উল্লেখ করেছে তৃণমূল কংগ্রেস।

এই মুহূর্তে

আরও পড়ুন