Saturday, 13 September, 2025
13 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গMamata Banerjee: তৃণমূলেরই দুই গোষ্ঠীর হাতাহাতি, ঝরল রক্ত; বীরভূমে মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই

Mamata Banerjee: তৃণমূলেরই দুই গোষ্ঠীর হাতাহাতি, ঝরল রক্ত; বীরভূমে মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই

তৃণমূলের লাল খাঁ গোষ্ঠী ও শেখ জানে আলম গোষ্ঠী। লাঠি, লোহার রড নিয়ে চলে বেধড়ক মারধর। একেবারে রক্তারক্তি কাণ্ড।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আর কয়েক ঘণ্টা। তারপরেই বীরভূম জেলা সফরে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবি ঠাকুরের ‘প্রিয় বোলপুর’ থেকেই শুরু করবেন ভাষা আন্দোলন। কিন্তু তার আগেই ঝরল রক্ত। বীরভূম বজায় রাখল গোষ্ঠী দ্বন্দ্বের নজির।

আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে নালায় ভোটার কার্ড রাজনৈতিক মহলে চাপানউতোর

রবিবার দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতে চড়ল পারদ। হাতাহাতিতে নামল তৃণমূলেরই দুই গোষ্ঠী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যশপুরের ঘাসবেড়া নামে একটি আদিবাসী গ্রামে জমি নিয়ে বিবাদ হয় এই দুই গোষ্ঠীর। তারপরেই বাঁধে সংঘর্ষ। আসরে নামে তৃণমূলের লাল খাঁ গোষ্ঠী ও শেখ জানে আলম গোষ্ঠী। লাঠি, লোহার রড নিয়ে চলে বেধড়ক মারধর। একেবারে রক্তারক্তি কাণ্ড।

গোটা ঘটনায় আহত হয়েছেন ৩-৪ জন তৃণমূল কর্মী। যাদের মধ্যে আবার গুরুতর ভাবে আহত হয়েছেন যশপুর পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতা লাল খাঁ এবং তার ভাইপো সেকেন্দার খাঁ। ইতিমধ্যেই ওই দু’জনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকায় হানা দিয়েছে পুলিশ। লাল খাঁ গোষ্ঠীর লোকেদের বাগে পাওয়া গেলেও, ঘটনাস্থল থেকেই চম্পট দিয়েছে জানে আলম গোষ্ঠীর লোকেরা। ফলত, তাদের হদিশ পায়নি পুলিশ।

আরও পড়ুনঃ ইউনূসের এখনও ভয় মুজিব কন্যা হসিনাকে! সে কথাই বলে ফেললেন সবার সামনে

প্রসঙ্গত, রবিবার বিকালে বীরভূমে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল অর্থাৎ সোমবার গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে রয়েছে প্রশাসনিক স্তরের বৈঠক। সেই বৈঠক শেষে পদযাত্রা করবেন তিনি। শুরু হবে ভাষা আন্দোলন। স্থানীয় সূত্রে খবর, প্রায় আড়াই কিলোমিটার পথ হাঁটার কথা রয়েছে তাঁর। এরপর ভাষণ পর্ব।

এই মুহূর্তে

আরও পড়ুন