বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে শ্যুটআউট। গুলিবিদ্ধ যুবক। প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মদের বোতল। দেহটি উদ্ধার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলে জানালেন ডিসি সাউথ।
মৃতের নাম এনায়েতুল্লাহ ওরফে রোহন(৩৮)। মাথায় গুলির ক্ষত পাওয়া গেছে। আজ ভোরে রাজীবনগর এলাকায় রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতেন দেখেন স্থানীয়রা। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: জঙ্গলে পাওয়া গেল কিশোরীর দেহ, উত্তেজনা শিলিগুড়িতে
পুলিশ জানিয়েছে, রোহনকে মঙ্গলবার রাত সাড়ে ১২টা পর্যন্ত রাস্তায় দেখা গেছে রাস্তায়। বাড়ির পাশেই গভীর রাত পর্যন্ত মদ্যপান করছিলেন। তারপরই পিছন থেকে গুলি করা হয়। ঘটনাস্থলে বেলঘরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে।
প্রোমোটারি করার পাশাপাশি রোহন এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার মদের আসলে তাঁর সঙ্গে আর কারা ছিলেন, তা জানার চেষ্টা চলছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে।
আরও পড়ুন: ইরানে হামলা হলে ভয়াবহ পরিণতি হবে, সাবধান করল রাশিয়া
তবে স্থানীয়রা বলছেন, প্রোমোটারি ও জমির দালালি সংক্রান্ত কোনও বিষয়ে ভাগ বাটোয়ারা নিয়ে ব্যবসায়িক লোকজনের সঙ্গে মত পার্থক্যের জেরে এই খুন। আপাতত দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।