Saturday, 5 July, 2025
5 July, 2025
HomeকলকাতাMadan Mitra: বিতর্কে জড়িয়েছিলেন মদন, শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক

Madan Mitra: বিতর্কে জড়িয়েছিলেন মদন, শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক

জানা গিয়েছে, সোমবার রাতেই নিজের অবস্থান জানিয়ে দলকে লিখিত জবাব দিয়েছেন মদন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কসবা আইন কলেজের গণধর্ষণ-কাণ্ড নিয়ে মন্তব্য করে শিরোনামে এসেছেন মদন মিত্র। তিনি বলেছেন, ‘মেয়েটি যদি ইউনিয়ন রুমে না যেতেন তাহলে এমন ঘটনা ঘটত না।’ তাঁর এই মন্তব্যে অস্বস্তি বাড়ে দলের। দলেরই প্রশ্নের মুখে পড়তে হয় কামারহাটির বিধায়ককে। অবশেষে দলের শোকজ নোটিসের জবাব দিলেন মদন। সূত্রের খবর, দলের রাজ্য় সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দিয়ে জবাব দিয়েছেন মদন মিত্র।

আরও পড়ুন: বিক্রি ৪৫ হাজার কেজি চা! এক দশক পর খুলল নিলাম কেন্দ্র

জানা গিয়েছে, দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন মদন মিত্র। বিধায়ক তাঁর দেওয়া জবাবে লিখেছেন, তিনি দলের একজন অনুগত সৈনিক। দীর্ঘদিন ধরে দলের কাজ করছেন। তাই তাঁর মন্তব্যে যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে থাকে, তাহলে তিনি দুঃখিত। এ কথা বলেই ক্ষমা চেয়েছেন মদন মিত্র।

আরও পড়ুন: দাম কমলো গ্যাস সিলিন্ডারের; আজ থেকেই কার্যকর

কসবা ধর্ষণ-কাণ্ডের পর কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, “মেয়েটি যদি সেখানে না যেত, তাহলে এই ঘটনা ঘটতই না।” আর এরপরই শুরু হয় বিতর্ক। একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কীভাবে এমন মন্তব্য করতে পারেন সেই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরপরই শোকজ করা হয় তাঁকে। শুধু মদন মিত্র নয়, একই ইস্যুতে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়ও।

এই মুহূর্তে

আরও পড়ুন