Monday, 15 September, 2025
15 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeদক্ষিণবঙ্গMahua Moitra: মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, ক্ষমা চাওয়ার...

Mahua Moitra: মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে, ক্ষমা চাওয়ার দাবি তুলল মতুয়া মহাসঙ্ঘ লিগাল সেল

মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মতুয়াদের নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সারা বছর তৃণমূল আর ভোটের সময় সনাতনী। আক্রমণে তৃণমূল সাংসদ। পাল্টা মহুয়াকে ক্ষমা চাওয়ার দাবি তুলল মতুয়া মহাসঙ্ঘ লিগাল সেল। আর ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি মতুয়া সংগঠনের। আর এই সংগঠনের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর।

আরও পড়ুনঃ ভাঙচুর সিসিটিভি, গুরুতর আহত ৫; বেলডাঙার আল আমিন স্কুলে ঢুকে শিক্ষকদের বেধড়ক মার ছাত্রদের!

কী বলেছিলেন মহুয়া?

“সারা বছর তৃণমূলী, আর ভোটের সময় সনাতনী। এগুলো কী অঙ্ক ভাই? এক-একটা SC বুথে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেলে, SC-র মহিলারা ১২০০ টাকা পান। অথচ প্রতিটি এসসি বুথে-নমঃশূদ্র বুথে-মতুয়া বুথে ১০০টা ভোট গুনলে ৮৫টা বিজেপি, ১৫টা অন্য় পার্টি। বাপরে-বাপরে-বাপ। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা। কাঠের মালা পরে ভাই সব তো চলে আসেন ভাতা নিতে তখন কী হয়? বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে।”

আরও পড়ুনঃ জেলে থেকে রাজ্য সরকারের অনুষ্ঠানে আমন্ত্রিত জীবনকৃষ্ণ; নাম নেই বিজেপি বিধায়কের

তৃণমূল সাংসদের আক্রমণে স্বাভাবিকভাবেই চটে গিয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। সুব্রত ঠাকুর থেকে মমতা বালা ঠাকুর প্রত্যেকেই মহুয়া মৈত্রের এই বক্তব্যের নিন্দা করছেন। সুব্রত ঠাকুর জানিয়েছেন, এই বক্তব্যের পর তারা আইনি লড়াই করবার জন্য আইনজীবী সঙ্গে পরামর্শ করছেন। অন্যদিকে, মমতা বালা ঠাকুর জানিয়েছেন, এই বক্তব্য তৃণমূল কংগ্রেসের নয়। যার দায় তাঁকেই নিতে হবে।”

এই মুহূর্তে

আরও পড়ুন