Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
HomeকলকাতাKolkata: ১১ বছরের উন্নয়নের শহর তিলোত্তমা, জলমগ্ন সিটি অফ জয়; রাত থেকে...

Kolkata: ১১ বছরের উন্নয়নের শহর তিলোত্তমা, জলমগ্ন সিটি অফ জয়; রাত থেকে টানা বৃষ্টি

এই বৃষ্টিতেই ফের জল জমল কলকাতার বিভিন্ন এলাকায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাত থেকেই টানা বৃষ্টি। আর এই বৃষ্টিতেই ফের জল জমল কলকাতার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার ৮টা থেকে এই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মধ্য কলাকাতার বিস্তীর্ণ এলাকা। জল জমেছে পার্ক স্ট্রিট, সেন্ট্রাল, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া, বিবেকানন্দ রোড, মানিক্তলা, রাজা দিনেন্দ্র স্ট্রিট, হাজি জ্যাকিরিয়া লেন, সরকার লেন এলাকায়। একই ভাবে জলমগ্ন হয়েছে কাঁকুড়গাছি এলাকাও।

আরও পড়ুনঃ আর কত যুদ্ধ হবে? সংঘাত চরমে  থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে

এর ফলে মধ্য রাতেও বাড়ি ফিরতে সমস্যার মধ্যে পড়তে হয় মানুষকে। রাস্তায় জল জমে যাওয়ার কারণে ব্যাহত হয় গাড়ি চলাচল।  জমা জলের কারণে অনেকই নিজের মোটর সাইকেলও চালাতে পারছেন না। বিভিন্ন রাস্তায় জলের মধ্যে বাইক ঠেলে নিয়ে যেতে হয় তাঁদের। কলকাতার উচু এলাকার বাড়িগুলির ভিতরেও জল ঢুকে গেছে।

প্রসঙ্গত, চিন এবং ভিয়েতনামের বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘উইফা’-র একটা অংশ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি করেছে। তা বৃহস্পতিবার  আরও ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে সোমবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আরও পড়ুনঃ মিঠুন জানিয়ে দিলেন ‘ছাব্বিশের ভোটে তৃণমূল ৭০টা সিটও পাবে না’

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, আজ শুক্রবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। আগামী সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।

এ ছাড়াও, দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে  বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

ফলে বিভিন্ন এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই বৃষ্টির জেরে রাজ্যের একাধিক নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

মৌসম ভবনের তরফে উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন