Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গTMC: ক্যানেল মেরামতিতেও কাটমানি! কড়া হুঁশিয়ারি সেচমন্ত্রীর

TMC: ক্যানেল মেরামতিতেও কাটমানি! কড়া হুঁশিয়ারি সেচমন্ত্রীর

চটহাট অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও তার এক ঘনিষ্ঠর বিরুদ্ধে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ঠিকাদার সংস্থা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

ক্যানেল মেরামতির কাজেও কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায়  থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট ফাটামারি থেকে হাপ্তিয়াগছ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার তিস্তা ক্যানেলের মেরামতির কাজ শুরু করে সেচ দফতর। তবে চটহাট অঞ্চলের নিজবাড়ি থেকে কুচিয়া মোড় ব্রিজ পর্যন্ত প্রায় দু- কিলোমিটার তিস্তা ক্যানেলের মেরামতের কাজের বরাত দেওয়া হয় এক ঠিকাদারি সংস্থাকে। অভিযোেগ, কাজ শুরু হতেই চটহাট অঞ্চলের যুব তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর দলবল এসে ঠিকাদার সংস্থার কাছে কাজের কমিশন চায়। টাকা না দেওয়ায় ওই দুষ্কৃতীরা কাজ বন্ধ করে দিয়ে যাবতীয় যন্ত্রাংশ নদীতে ফেলে দেয় বলে অভিযোগ করেছে ঠিকাদার সংস্থা।

আরও পড়ুন: উঠোনে হাজির ‘চারপেয়ে অতিথি’, আতঙ্কে কাঁপছে কোচবিহার

এই ঘটনায় চটহাট অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও তার এক ঘনিষ্ঠর বিরুদ্ধে ফাঁসিদেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ঠিকাদার সংস্থা। কাজ বন্ধ করে দেওয়ার খবর পেয়ে সেচ দফতরে কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। কী ঘটনা ঘটেছিল জানতে ঠিকাদার সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলেন এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অন্যদিকে ঠিকাদার সংস্থার পক্ষ থেকে লিখিতভাবে থানায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন: শিল্পনগরী চাঁপদানিতে যানজট কমাতে নতুন বাইপাস

এই ঘটনা নিয়ে শিলিগুড়িতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “কোনওরকম ভাবে এই সমস্ত জিনিস সরকার বরদাস্ত করবে না। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন