Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: এসএসসি দুর্নীতি শিলিগুড়ি জংশনে বিক্ষোভ বিজেপির

Siliguri: এসএসসি দুর্নীতি শিলিগুড়ি জংশনে বিক্ষোভ বিজেপির

বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, ব্যাপক দুর্নীতিতে আক্রান্ত হয়ে পড়েছে তৃণমূল সরকার।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

এসএসসি দুর্নীতির প্রতিবাদে  আজকে শিলিগুড়ি জংশনে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু করল বিজেপি। এদিন জংশনের সামনে তারা মাটিতে বসে পড়ে বিক্ষোভ দেখায়। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, ব্যাপক দুর্নীতিতে আক্রান্ত হয়ে পড়েছে তৃণমূল সরকার। এখন এমন অবস্থা হয়েছে যে যোগ্যতা চাকরি হারাচ্ছে।

আরও পড়ুন: বৈশাখীমেলা ঘিরে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব, গৌতমের সিদ্ধান্তে ক্ষুব্ধ মেয়র পারিষদ

যারা যোগ্য তাদের চাকরি চলে যাচ্ছে। দিনের পর দিন  কেলেঙ্কারের উপর কেলেঙ্কারি চলছে পশ্চিমবঙ্গ সরকারের আমলে। অথচ মুখ্যমন্ত্রী সব জেনেও চুপচাপ আছেন। রাজ্য সরকারের অপদার্থ তার কারণে  হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ  আজকে অন্ধকারে চলে গেছে। যারা টাকা নিয়ে বসে আছেন তারা চুপ করে বসে আছেন। অথচ শাস্তি পাচ্ছে যারা সৎ তারাই। রাজ্য সরকারকে এর জবাব দিতে হবে। যারা যোগ্য তাদের চাকরি কেন চলে যাবে? এতে রাজ্য সরকারের কি ভূমিকা আছে? এর উত্তর রাজ্য সরকার দেবে।

আরও পড়ুন: “ভুতুড়ে বিধায়কের ভুতুড়ে কমেডি শো”; PSU এর আলীপুরদুয়ার জেলা সম্পাদক তুলোধোনা করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালকে

এদিন শিলিগুড়ি জংশন থেকে  এক বিশাল মিছিল বের হয়, ভেনাস মোড়ের দিকে আসতে শুরু করে। এদিন বিজেপির এই বিশাল মিছিলে উপস্থিত ছিলেন, বিজেপির শিলিগুড়ির  সমস্ত নেতা এবং কর্মীরা। বিজেপির পক্ষ থেকে এদিন  বের করা হয়  বড় বড় ব্যানার এবং ফেস্টুন। তাতে লেখা ছিল  মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই  যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন