কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে জিএসটি কাউন্সিলের বৈঠকের পরই ঠিক হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর থেকে একাধিক পণ্যে কমবে জিএসটি। এর মধ্যে যেমন রয়েছে চাষের জিনিস, তেমনই জিএসটি শূন্য হবে হেলথ ও লাইফ ইন্সিওরেন্সে। এ ছাড়াও একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যে কমে গিয়েছে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। আর এই কর কমে যাওয়াকে ‘সাধারণ মানুষের জয়’ বলে ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ উৎসবের মরশুমে মধ্যবিত্তের স্বস্তি, পুজোর আগে একধাক্কায় অনেক কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম
জিএসটি বদলের ঘোষণা সামনে আসার পর ২০২৪ সালের ২ অগস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা একটি চিঠির ছবি প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। যে চিঠিতে স্বাস্থ্যবিমা ও জীবন বিমায় ১৮ শতাংশ জিএসটিকে গণবিরোধী বলে অভিহিত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুনঃ বড় ‘নির্দেশ’ দিল্লির! আপাতত স্থগিত মোদির সব বঙ্গ সফর
এক্স হ্যান্ডেলে করা এই পোস্টে কেন্দ্রীয় সরকারকে ছত্রে ছত্রে কটাক্ষ করা হয়েছে। এ ছাড়াও এই পোস্টের শেষে লেখা হয়েছে, তৃণমূল এই ধরনের ‘জন-বিরোধী’ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীতে লড়বে, সে পার্লামেন্ট হোক, রাস্তায় হোক বা মানুষের মধ্যে থেকেও হোক।