বিহারের বাসিন্দা হয়ে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কমিশনের চাওয়া নথি জমা পড়ার পরে এর আগেও বিভিন্ন জাল বাসস্থানের সংশাপত্র প্রকাশ্যে এসেছে। যেভাবে ডোনাল্ড ট্রাম্প বিহারের বাসিন্দা হয়ে গেলেন তাতে এসআইআর প্রক্রিয়াকে সার্কাস কটাক্ষ তৃণমূলের। এর আগে বাসস্থানের সংশাপত্র প্রকাশ্যে এসেছিল কুকুর ও ট্রাক্টরের।
এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই ধরনের নথি বাসস্থানের প্রামাণ্য হিসাবে তুলে ধরা হয়েছে বিহারে। যা নিয়ে কমিশনের কার্যকারিতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সবকিছুকে ছাপিয়ে জমা পড়তে দেখা গেল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাসস্থানের সংশাপত্র জমা পড়তে। একেবারে ট্রাম্পের ছবি দিয়ে সেই সংশাপত্র তৈরি। তাতে ঠিকানা রয়েছে বিহারের সমস্তিপুরের। তিনি ভোটার কার্ড বানানোর জন্য এই বাসস্থানের সংশাপত্রের আবেদন করেছেন।
আরও পড়ুনঃ জোড়াফুলে ভাঙন; BJP-তে যোগদান সংখ্যালঘুদের
গোটা বিষয়টি সামনে আসতে এসআইআর প্রক্রিয়া নিয়ে তোপ দেগেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া দাবি করেন, নির্বাচন কমিশন নির্বাচনী ভোটার তালিকা সংশোধন করে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। তার মধ্যে প্রতিদিন এক একটি উদ্ভট উদাহরণ উঠে আসছে বিহার থেকে। এরপরেও এই এসআইআর প্রক্রিয়াকে কমিশন ইন্টেনসিভ ও অ্য়াকিউরেট (নির্ভুল) বলে দাবি করছে।
আরও পড়ুনঃ গলছে বরফ? শুল্কযুদ্ধের আবহেই চিন সফরে মোদি; লাল ফৌজের সঙ্গে সংঘর্ষের পরে এই প্রথম
সেখানেই সমস্তিপুর জেলা থেকে ভোটার তালিকায় নাম তোলার অনলাইন আবেদন উল্লেখ করে মহুয়ার কটাক্ষ, সমস্তিপুর থেকে অনলাইনে এসআইআর-এ আবেদন করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। যেখানে ছবিও ব্যবহার করা হয়েছে মার্কিন রাষ্ট্রপতির। এতো হল একটা দুটো উদাহরণমাত্র। এভাবেই নিবিড় ভোটার তালিকা সংশোধনী চালাচ্ছেন খোদ নির্বাচন কমিশন। এই সার্কাস চলেই চলেছে নিজের গতিতে।