Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeউত্তরবঙ্গNH 10: ফের স্তব্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সেবকের কাছে বড়সড়ো ধস

NH 10: ফের স্তব্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সেবকের কাছে বড়সড়ো ধস

শনিবার ভোর রাতে বড়সড়ো ধস নামে কালিঝোরা ও সেবকের মাঝামাঝি জায়গায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

ফের ভোগান্তি সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে। শনিবার ভোর রাতে বড়সড়ো ধস নামে কালিঝোরা ও সেবকের মাঝামাঝি জায়গায়। ধসের কারণে জাতীয় সড়কে সম্পূর্ণভাবে বন্ধ যানচলাচল। যে ভাবে বড় বড় আকারের পাথর রাস্তায় পড়েছে, তাতে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন। এই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কালিম্পং জেলা প্রশাসনের তরফে বিকল্প রাস্তা হিসাবে লাভা এবং গরুবাথান হয়ে সিকিমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘মিশন সুদর্শন চক্র’! দেশে তৈরি ‘আয়রন ডোম’ প্রথম পরীক্ষায় সফল; নিশ্ছিদ্র করবে ভারতের আকাশ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে সেবক করোনেশন সেতু থেকে কালিঝোরা যাওয়ার রাস্তায় উপর থেকে প্রকাণ্ড আকারের একটি বোল্ডার নেমে আসে। দিনের বেলা হলে বড়সড়ো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যেত। গত কয়েকদিন ধরে পাহাড়ে প্রবল বর্ষণের কারণে এই ধসের ঘটনা ঘটেছে বলে অনুমান প্রশাসনের।

আরও পড়ুনঃ অবৈধ বেটিং অ্যাপের প্রচার! অভিনেতা অঙ্কুশকে ইডির সমন

গত কয়েকদিনে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ছোট-বড় ধসের ঘটনা ঘটেছে। রাস্তার বিভিন্ন অংশে ফাটলও দেখা যায়। পাথর সরিয়ে এবং ধস মেরামত করে যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখার চেষ্টা করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সড়ক সংস্কারের জন্য কিছু দিন বন্ধ থাকার পর ১৫ অগাস্ট সন্ধ্যার পর খুলে দেওয়া হয় সিকিমের এই লাইফলাইন। এ বার সেই ১০ নম্বর সড়ক আবার বন্ধ হয়ে গেল।

এই মুহূর্তে

আরও পড়ুন