আরপিএফ ও যাত্রীদের মধ্যে বচসার জেরে দমদম স্টেশনে এক্কেবারে ধুন্ধুমার কাণ্ড। মারাত্মকভাবে জখম দুই। লাইনে পড়ে কাটা গেল যাত্রীর পা, মাথা ফাটল আরপিএফ কর্মীর। ঘটনাকে কেন্দ্র করে এদিন সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় দমদম স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে।
আরও পড়ুন: চা বাগান ধ্বংসের অভিযোগ বিজেপির, মন্ত্রীর পাল্টা চ্যালেঞ্জ, ‘প্রমাণ দিন’
সূত্রের খবর, এদিন সকালে দু’নম্বর প্লাটফর্মে যখন ডাউন ব্যারাকপুর লোকাল ঢুকছিল তখন কিছু যাত্রীদের মধ্যে বচসা শুরু হয়। পরবর্তীতে সেখানে ঢুকে পড়েন কিছু আরপিএফ কর্মীও। তাঁরা যাত্রীদের শান্ত করার চেষ্টা করলেও ধীরে ধীরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ঝামেলার মধ্যেই এক যাত্রী ও দুই আরপিএফ কর্মী রেল লাইনে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন কার্যত তাঁদের উপর দিয়েই চলে যায় ট্রেন। দৃশ্য দেখে শিউরে ওঠেন অন্যান্য যাত্রীরাও।
আরও পড়ুন: মাথায় হাত মধ্যবিত্তের! বাড়ছে সোনার দাম
ঘটনায় কারও মৃত্যুর খবর না এলেও এক যাত্রীর পা কাটা গিয়েছে বলে জানা যাচ্ছে। এক আরপিএফ কর্মীর মাথা ফেটে গিয়েছে বলে জানা যাচ্ছে। আহত মহিলা আরপিএফ কর্মীর নাম করুণা কুমারী। বয়স আনুমানিক ২৮ বছর। আহত যাত্রীর নাম জগদীশচন্দ্র সরকার। বয়স আনুমানিক ৫৮ বছর। দু’জনকেই আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
স্টেশনেই দোকান অশোক দাসের। গোটা ঘটনা নিজের চোখে দেখেন তিনি। তিনি বলছেন, “সকাল ৯টা নাগাদ তখন ব্যারাকপুর লোকাল স্টেশনে ঢুকছিল। ঝামেলার মধ্যে এক যাত্রীর লাইনে পড়ে যান। এক আরপিএফ কর্মীও পড়ে যান। মুহূর্তেই যাত্রীটির মা কেটে যায়। মহিলা আরপিএফ কর্মীর মথায় লাগে।”