শুভজিৎ মিত্র,কলকাতাঃ
রুশ-ইউক্রেন যুদ্ধ থামানো নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন,মার্কিন প্রেসিডেন্ট। রবিবার এশিয়া সফরে রওনা দেবার আগে সাংবাদিকদের দেওয়া সাক্ষাতকারে এমন মত দেন,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুনঃ ভারত-মার্কিন কূটনীতিতে তেলের উষ্ণতা; ট্রাম্পের দাবি বনাম মোদির নীরবতা
আদৌ কি থামবে রুশ-ইউক্রেন যুদ্ধ?
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় পাঁচ বছর অতিক্রাত হতে চলেছে,আগামী বছরের শুরুতেই। অথচ পাঁচ পাঁচটা বছর পার হলেও যুদ্ধ থামাতে ব্যর্থ বিশ্বের তাবড় তাবড় দেশ ও তাঁদের রাষ্ট্রের প্রধানরা।কেউ কিন্তু এই কাজ করতে পারিনি।শুধু বিগত পাঁচ বছর ধরে চলেছে গোটা ইউক্রেনজুড়ে ধ্বংসযজ্ঞ এবং রাশিয়ান আগ্রসন ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন গোটা পশ্চিমী বিশ্বের দেদার ইউক্রেনকে দেওয়া অস্ত্র সাহায্য।হয়ত তার জেরেই পূর্ব ইউরোপের দেশটি এখনও পর্যন্ত রাশিয়ার সামনে টিকে আছে।কিন্তু এর শেষ কোথায়? তা কারোর জানা নেই!
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হতাশা প্রকাশ!
রুশ-ইউক্রেন যুদ্ধ পাঁচ বছরে পড়তে চলেছে। অথচ,প্রায় বিগত দেড় থেকে দুই বছর আগে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার করার সময় দাবি করেছিলেন,তিনি নাকি ক্ষমতায় আসলে রুশ-ইউক্রেন যুদ্ধ থেমে যাবে।এর জন্য তিনি অবশ্য কম কাঠখর পোড়াননি।তিনি পুতিন এবং জ়েলেনস্কির সঙ্গে বার বার আলোচনা করেও যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। বর্তমানে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নিজের ‘হতাশা’ ব্যক্ত করেছেন।

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে ‘হতাশ’ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরে রওনা হয়ে বিমান থেকে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে আর তিনি সময় নষ্ট করতে চান না। তবে একটি শর্ত পূরণ হলে বৈঠক হতে পারে ট্রাম্প ও পুতিনের। সে কথাও জানিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট
বৈঠকের আশা ক্ষীণ!
আগামী ফেব্রুয়ারিতে পাঁচ বছর পূর্ণ হয়ে যাবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। বার বার পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে আলোচনা করেও যুদ্ধ থামাতে পারেননি ট্রাম্প। কোনও সমঝোতা হয়নি। সম্প্রতি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ট্রাম্প ও পুতিনের একটি বৈঠক হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু তা-ও শেষ পর্যন্ত হয়নি।
আরও পড়ুনঃ USA: ‘ট্রাম্প আর নয়’, আমেরিকার রাজপথে হাজার হাজার মানুষ! জোরালো হচ্ছে ‘নো কিংস’ কর্মসূচি
তবে একটি শর্ত পূরণ হলে বৈঠক হতে পারে ট্রাম্প ও পুতিনের
ট্রাম্পকে রবিবার বিমানে তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমি আর সময় নষ্ট করতে চাই না।’’ কখন পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন? ট্রাম্প বলেন, ‘‘আমাকে আগে দেখতে হবে, আদৌ কোনও চুক্তি হচ্ছে কি না। পুতিনের সঙ্গে আমার সম্পর্ক বরাবরই ভাল। কিন্তু এই বিষয়টি হতাশাজনক।’’ অর্থাৎ, যুদ্ধ থামিয়ে শান্তি-চুক্তি করা হবে, এই আশ্বাস পেলেই ট্রাম্প পুতিনের মুখোমুখি বসতে রাজি, নচেৎ নয়।
এখন দেখার বিষয় ট্রাম্পের দেওয়া প্রচ্ছন্ন বার্তায় সাড়া দেন কিনা রুশ প্রেসিডেন্ট।





