দেশের মধ্যে ঢুকে খোদ ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ‘কিডন্যাপ’। ট্রাম্পের পদক্ষেপে বিশ্বজুড়ে তোলপাড়, নিন্দার ঝড়। এরই মধ্যে ভারতকে বড়সড় হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফের একবার শুল্ক-হুমকি দিল আমেরিকা। মনে করিয়ে দিল…’রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে…’
আরও পড়ুনঃ ভোর রাতে থরথর করে কাঁপছে সবকিছু, আতঙ্কে ঘরছাড়া মানুষজন
গত বছর গণেশ চতুর্থীর দিন থেকে আমেরিকার ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে ভারতের ওপর। ওই সিদ্ধান্তের পর ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। তাতে অবশ্য ‘ কুছ পরোয়া নেহি ‘ ভাবই বজায় রেখেছেন ট্রাম্প।
বারবার ভারতের উপর চাপ দিয়ে গিয়েছেন, রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেওয়ার জন্য। তারই মাঝে গত বছর চিন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদি। তারপরও এমনই হুঙ্কার ছাড়েন ট্রাম্প। তবে এবার ভেনেজুয়েলা – আবহে ফের ট্রাম্পের হুঙ্কার বিশেষ তাৎপর্যবহ বলেই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।









