spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
Homeআন্তর্জাতিক নিউজUS-China: ‘আমরা যুদ্ধের প্ল্যান করি না, জড়াইও না’, ওয়াশিংটনকে কড়া বার্তা চিনের

US-China: ‘আমরা যুদ্ধের প্ল্যান করি না, জড়াইও না’, ওয়াশিংটনকে কড়া বার্তা চিনের

চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়ে বলেন যে যুদ্ধ কোনও সমস্যার সমাধান করতে পারে না।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভারতের পর এবার ট্রাম্পের নিশানা চিন। ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপানোর পর এবার চিনের উপরও ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর মুখে সেই এক কথা, চিন যদি রাশিয়া থেকে পেট্রোলিয়াম কেনা বন্ধ না করে, তাহলে তিনি শুল্ক চাপাবেন। পাল্টা জবাব দিতে ছাড়ল না চিনও।

আরও পড়ুনঃ “বন্ধুত্ব এবং সহযোগিতার গভীর বন্ধন”; সুশীলা কার্কিকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা মমতার

নিজের সোশ্যাল হ্যন্ডেল, ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট শনিবারই লেখেন যে ন্যাটো সদস্যরা যে রাশিয়া থেকে তেল কিনছে, তা জেনে তিনি হতভম্ব। তাদের রাশিয়া থেকে তেল কিনতে বারণ করেন। অভিযোগের আঙুল তুলে লেখেন, “এই যুদ্ধে জিততে ন্যাটোর প্রচেষ্টা ১০০ শতাংশেরও কম।”

ন্যাটো সদস্যদের উদ্দেশে ট্রাম্প লেখেন, “যদি সকল ন্যাটো সদস্য দেশ রাজি হয়, তাহলে আমি রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপাতে প্রস্তুত। সব ন্যাটো সদস্যরা রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। আমি প্রস্তুত, আপনারা শুধু বলুন কবে করতে হবে।”

আরও পড়ুনঃ নবরূপে সেনাপতি! পেশিবহুল হাত, ঘামে ভেজা শরীর! অভিষেকই তো?

এদিকে, চিনের উপরে শুল্ক চাপানোর হুমকি দিয়ে পার পাননি ট্রাম্প। শনিবারই চিন পাল্টা জবাব দেয় যে তারা কোনও যুদ্ধেও জড়ায় না বা কোনও যুদ্ধের পরিকল্পনাও করে না।

স্লোভানিয়া সফরে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়ে বলেন যে যুদ্ধ কোনও সমস্যার সমাধান করতে পারে না। নিষেধাজ্ঞা সেই বিষয়টাকে আরও জটিল করে তোলে।

এদিকে আমেরিকা এখন জি ৭ দেশগুলির কাছে অর্থাৎ ফ্রান্স, কানাডা, জার্মানি, ইটালি, জাপান ও ইংল্যান্ডের কাছেও আর্জি জানিয়েছে যে তারা যেন ভারত ও চিনের উপরে শুল্ক চাপিয়ে রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করে।

 

এই মুহূর্তে

আরও পড়ুন