Monday, 7 July, 2025
7 July, 2025
Homeউত্তরবঙ্গMoynaguri: জোড়া বাইসনের আক্রমণে জখম ছয়

Moynaguri: জোড়া বাইসনের আক্রমণে জখম ছয়

গ্রামবাসীর একাংশ বাইসনটির দিকে ঢিল ছুঁড়তে শুরু করলে বাইসনটি আক্রমণাত্মক হয়ে ওঠে। ঘটনায় ময়নাগুড়ি ও মেখলিগঞ্জ ব্লক মিলিয়ে মোট ছ’জন গ্রামবাসী জখম হন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে তাণ্ডব চালালো দু’টি বাইসন। বাইসনের হামলায় আহত হয়েছেন ছ’জন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

ঘুমপাড়ানি গুলিতে বাইসন দু’টিকে কাবু করেন বনকর্মীরা। পরে দু’টিরই মৃত্যু হয়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের সুস্তিরহাট এবং মেখলিগঞ্জ ব্লকের বাখনাবাড়ি এলাকায়।

রবিবার সকালে ময়নাগুড়ি থানার সাপ্টিবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের বারোঘরিয়া গ্রামের বাসিন্দারা সুটুঙ্গা নদীর মাঝের এলাকায় দুটো বাইসনকে দেখতে পান। গ্রামবাসী বিজয় রায় বলেন, ‘ভোর সাড়ে পাঁচটা নাগাদ নদীর ধারে বাঁশবাগানের মাঝে দু’টো বাইসন দাঁড়িয়ে থাকতে দেখি।’

আরও পড়ুন: গড়িয়ে পড়ছে পাথর; সেবকের বাঘপুলের কাছে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

খবর চাউর হতেই গ্রামবাসীর ভিড় বাড়তে শুরু করেন এলাকায়। মানুষের চিৎকারে দিগভ্রান্ত হয়ে বাইসন দু’টি ছোটাছুটি শুরু করে দেয়। একটি গ্রামের কাছে বাঁশবাগানে আশ্রয় নেয়, অপরটি পাটক্ষেতের ভেতরে আত্মগোপন করে।

এরই মাঝে গ্রামবাসীর একাংশ বাইসনটির দিকে ঢিল ছুঁড়তে শুরু করলে বাইসনটি আক্রমণাত্মক হয়ে ওঠে। ঘটনায় ময়নাগুড়ি ও মেখলিগঞ্জ ব্লক মিলিয়ে মোট ছ’জন গ্রামবাসী জখম হন।

আহতের মধ্যে বিশ্বনাথ সরকার ( ৪০), মনোজ বর্মন (১৭), জ্যোতিষ বর্মনের (৬৫) আঘাত গুরুতর হওয়ায় তিনজনকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে লক্ষ্মীকান্ত রায় (৪৮), বিষ্ণুপদ রায়কে (৫০) প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

পালাতে গিয়ে আহত হন পুলেন রায় নামে আরেক ব্যক্তি। খবর দেওয়া হয় বন দপ্তর ও পুলিশে। ততক্ষণে একটি বাইসন সুটুঙ্গা নদী পেরিয়ে মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট অঞ্চলে চলে যায়। সুস্তির হাট এলাকায় থাকা বাইসনটি এদিকে সেদিকে ছুটতে থাকে।

আরও পড়ুন: ঝুলন্ত মৃতদেহ উদ্ধার! অস্বাভাবিক মৃত্যু গোসাইপুর বল্লা কালীবাড়ির পুরোহিতের

ঘটনাস্থলে পৌঁছন রামশাই স্কোয়াডের বনকর্মীরা। দুটি ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করেন তাঁরা। পরে বাইসনটিকে রামশাই জঙ্গলে নিয়ে যাওয়ার পথে বুধুরাম বস্তি এলাকায় সেটির মৃত্যু হয় বলে জানান গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন।

অপর বাইসনটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের রানিরহাট অঞ্চলের বাখনাবাড়ি এলাকায় ঢুকে পড়ে। খবর পেয়ে কোচবিহার বন বিভাগের ডিএফও অসিতাভ মুখোপাধ্যায় ট্র্যাঙ্কুলাইজ টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছন।

এই বাইসনটিকেও ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। কিন্তু গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়ার আগে সেটিরও মৃত্যু হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন