Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গJalpaiguri: বুনো হাতির হামলা; বানারহাটে মৃত্যু দুই ব্যক্তির

Jalpaiguri: বুনো হাতির হামলা; বানারহাটে মৃত্যু দুই ব্যক্তির

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

চার ঘণ্টার ব্যবধানে বুনো হাতির হামলায় মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ি মহকুমার বানারহাটের। মৃতদের নাম সোমরা ওরাওঁ (৫০) এবং গুরুয়া ওরাঁও (৬০)। শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারার পর ওই দু’জনকে হাতি পিষে মেরেছে বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সে।

আরও পড়ুনঃ ভয়ঙ্কর অবস্থা, গ্রামপঞ্চায়েতে এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের চলাচলে চরম অসুবিধা; ডেপুটেশন পেশ করল আরএসপি

প্রথম ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ। বানারহাট ব্লকের দুরামারির চানাডিপা গ্রামে ঢুকে পড়েছিল একটি বুনো হাতি। সোমরা ওরাওঁয়ের বাড়ির সামনে চলে আসে। সেইসময় সোমরা ওরাওঁয়ে সামনে পেয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এর মাত্র চার ঘণ্টা পর বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগানের বাসলাইন এলাকায় দ্বিতীয় ঘটনাটি ঘটে। জঙ্গলে প্রাতঃকৃত্য সারতে গিয়েছিলেন গুরুয়া ওরাওঁ। সেখানে বুনো হাতির সামনে পড়ে যান। তাঁকে আছাড় মেরে পিষে দেয় হাতিটি।

আরও পড়ুনঃ পুতিন যুদ্ধ না থামালে ভয়ঙ্কর পরিণতি হবে, হুঙ্কার ট্রাম্পের

স্থানীয় বাসিন্দারা বলছেন, গত কয়েকদিন ধরে হাতির দল বানারহাট ব্লকের বিভিন্ন গ্রাম ও চা বাগান এলাকায় ঘোরাফেরা করছে। কখনও চা বাগানে, কখনও রাস্তার ধারে তাদের দেখা যাচ্ছে। খাবারের সন্ধানেই তারা লোকালয়ে ঢুকছে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। গ্রামবাসীদের অভিযোগ, বন দফতর হাতিদের লোকালয়ে ঢোকা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ ও বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। পরপর দুই মৃত্যুর পর ডুয়ার্সে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছে, রাতে কেউ যেন একা বাড়ি থেকে বের না হন।

এই মুহূর্তে

আরও পড়ুন